Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বিয়ের গাড়িতে হানা, উদ্ধার ৪০০ কোটি টাকার সম্পত্তি

বিয়ের গাড়িতে হানা, উদ্ধার ৪০০ কোটি টাকার সম্পত্তি

বিয়ের গাড়িতে হানা, উদ্ধার ৪০০ কোটি টাকার সম্পত্তি

আন্তর্জাতিক ডেস্ক: ১২০টি গাড়ি বেরিয়েছিল। প্রতিটি গাড়ি দেখে যে কারও মনে হতে পারে, এটা বিয়ে বাড়ির গাড়ি কিন্তু এই গাড়ি যে আদতে আয়কর দফতরের, তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। এই বিয়ের গাড়িতে হানা দিয়ে উদ্ধার ৪০০ কোটি টাকার সম্পত্তি।

এই ছদ্মবেশ ধারণ করেই মহারাষ্ট্রে প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে সফল হয়েছে আয়কর দফতর। বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্রের জালনা এলাকায় হানা দিয়ে ৩৯০ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দেশটি আয়কর দফতর। 

বাজেয়াপ্ত সামগ্রীর তালিকায় রয়েছে নগদ ৫৬ কোটি রুপি, ৩২ কেজি সোনা, ১৪ কোটি রুপির হিরে। যা বাংলাদেশি মুদ্রায় ৪০০ কোটি টাকার বেশি সম্পত্তি। এ ছাড়াও বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। 

তবে, যে কায়দায় কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর, তা সিনেমার যে কোনও কাহিনিকেও হার মানাতে পারে। সংবাদ সংস্থা সূত্রে খবর, তল্লাশি অভিযানের ব্যাপারে যাতে আগেভাবে কেউ টের না পান, সে কারণেই ১২০টি গাড়িকে বরযাত্রীর গাড়ির আদলে সাজানো হয়েছিল। গাড়ির বোর্ডে লেখা ছিল ‘দুলহন হাম লে যায়েঙ্গে’।

প্রসঙ্গত, এই নামেই সালমান খান-করিশ্মা কাপূরের সিনেমা মুক্তি পেয়েছিল ২০০০ সালে। ভারতের বিয়ে বাড়িতে বরযাত্রীদের গাড়িতে সাধারণত এই ধরনের বোর্ড দেখা যায়। যা বাংলা অর্থ দাঁড়ায় ‘বউ আমরা নিয়ে যাব’।

শুধু তাই নয়, আয়কর দফতরের প্রায় আড়াইশো কর্মী ও পুলিশ কর্মকর্তারাও বরযাত্রীর বেশ ধারণ করেছিলেন। ফলে কারওরই বোঝার উপায় ছিল না যে, এটা আদতে বিয়ে বাড়ির গাড়ি নয়, আয়কর দফতরের। আয়কর দফতর জানিয়েছে, কোটি কোটি টাকার গয়না ও সম্পত্তি বাজেয়াপ্ত করতে আগাম পরিকল্পনা করা হয়েছিল।

আঁটঘাট বেঁধেই অভিযান চালায় আয়কর দফতর। শেষে এই সাফল্য। জানা গিয়েছে, কর ফাঁকির অভিযোগ পাওয়ার পরই অভিযান চালায় দেশটির আয়কর দফতর। স্টেট ব্যাংক ইন্ডিয়ার স্থানীয় শাখায় মেশিনের সাহায্য নিয়েও বাজেয়াপ্ত করা নগদ টাকা গুনতে সময় লাগে প্রায় ১৩ ঘণ্টা।