Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বড় বিপদ থেকে রক্ষা পেলেন রোনাল্ডো!

বড় বিপদ থেকে রক্ষা পেলেন রোনাল্ডো!

বড় বিপদ থেকে রক্ষা পেলেন রোনাল্ডো!

স্পোর্টস ডেস্ক: বড় বিপদ থেকে রক্ষা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে আনা ধ'র্ষণের অভিযোগ খারিজ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের জেলা আদালত। 

পাশাপাশি Ronaldo-র বিরুদ্ধে ধ'র্ষণের অভিযোগ আনায় অভিযোগকারী দলকে তুলোধনা করেছেন বিচারপতি Jennifer Dorsey। ২০০৯ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লাস ভেগাসের হোটেলের ঘরে তাঁকে ধ'র্ষণ করেছিলেন বলে অভিযোগ করেন Kathryn Mayorga।

গত শুক্রবার প্রকাশিত মোট ৪২ পাতার একটি রায়ে বিচারক Mayorga-র অ্যাটর্নিদেরে "মামলা প্রক্রিয়ার অপব্যবহার এবং প্রতারণার" জন্য অভিযুক্ত করেছেন এবং বলেছেন যে ফলস্বরূপ, "অভিযোগকারী এই মামলাটি চালিয়ে যাওয়ার সুযোগ হারাচ্ছেন।"

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে যে, অভিযোগকারীর অ্যাটর্নিরা গত মাসে স্বেচ্ছায় মামলাটি থেকে সরে গিয়েছিলেন। কিন্তু বিচারপতি Doesey নিজের থেকে কেসটি খারিজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যার অর্থ এটিকে আর শুরু করা যাবে না।

বিচারপতি তাঁর রায়ে বলেন, “আমি দেখেছি যে এই নথিগুলি সংগ্রহ করা এবং ক্রমাগত ব্যবহার করা খারাপ বিশ্বাস তৈরি হয়েছে, অপব্যবহার করা নথি এবং তাদের গোপনীয় বিষয়বস্তুগুলি অভিযোগকারীর দাবিকে বাড়ানো হয়েছে।”

Mayorga গত বছরের সেপ্টেম্বর মাসে একটি অভিযোগ আনেন যেখানে বলেন যে রোনাল্ডো (CR7) তাঁকে শারীরিক নির্যাতন করেছেন, সেই সময় CR7 তা খারিজ করে দেন। Mayorga বলেন, Ronaldo তাঁর সঙ্গে আর্থিক মীমাংসায় যেতে চেয়েছিলেন। 

ঘটনার পর ৩ লাখ ৭৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে তিনি বিষয়টি মেটাতে চেয়েছিলেন। কিন্তু সেইসময় Mayorga-র মানসিক অবস্থা খারাপ হওয়ায় তিনি তাতে রাজি হননি। তারপর গত বছর মামলা করেন। মামলার তদন্তের সময় বিচারপতি Dorsey দেখতে পান যে অনৈতিক ভাবে সাইবার হ্যাক করে অ্যাটর্নি এই ঘটনার তথ্য ব্যবহার করেছেন।

পুরো বিষয়টি নিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) বা তাঁর অ্যাটর্নি Peter Christiansen-এর কোনও বক্তব্য পাওয়া যায়নি।

তাঁকে নিয়ে কাটাছেঁড়া হলেও এসবে Ronaldo-র খেলায় কোনও প্রভাব পড়ছে না। ক্লাবের হয়ে গত মরশুমে ভালো না গেলেও জাতীয় দলের হয়ে বর্তমানে তিনি ভালো ফর্মে আছেন। 

নেশনস লিগে তিনটে ম্যাচের মধ্যে Portugal দুটোতে জিতেছে ও একটিতে ড্র করেছে। বাকি আর তিনটে ম্যাচ। এখনও পর্যন্ত Ronaldo দুর্দান্ত ফর্মে আছে। নেশনস লিগ শেষ হলে শুরু হবে বিশ্বকাপের গ্রুপস্তরের ম্যাচ।