Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ডাচদের বিশাল ব্যবধানে হারিয়ে অজিদের টানা তৃতীয় জয়

দীর্ঘ ১৬ বছর পর এবারের বিশ্বকাপে আজ (২৫ অক্টোবর) মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও ম্যাক্সওয়েলের সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৯৯ রানের বিশাল সংগ্রহ পায় অজিরা। ৪০০ রানের পাল্টা জবাব দিতে গিয়ে ২১ ওভারে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় ডাচদের ইনিংস। ফলে ৩০৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। এটি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয় এবং ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়।
ডাচদের বিপক্ষে সেঞ্চুরির সুবাদে টানা দুই ম্যাচে সেঞ্চুরি পেলেন ডেভিড ওয়ার্নার । এটি তার ক্যারিয়ারের ২২ তম ওয়ানডে এবং বিশ্বকাপ আসরের ৬ষ্ঠ সেঞ্চুরি। এরপর মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দখল করেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়াও ফিফটি পেয়েছেন স্টিভেন স্মিথ এবং মারনাস লাবুশেন। ম্যাচ সেরা হন গ্লেন ম্যাক্সওয়েল।

৪’শ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুগতে থাকে ডাচ ব্যাটাররা। ওপেনার বিক্রমজিত সিং এর ২৫ ব্যতিত কেউ বলার মত রান পাননি টপ অর্ডারে। নির্ধারিত সময় পরপর উইকেট হারাতে থাকে ডাচ ব্যাটাররা। ফলে ৯০ রানেই থামে ডাচদের ইনিংস। অজিদের হয়ে ৪টি উইকেট নেন অ্যাডাম জাম্পা।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৪র্থ ওভারেই লোগান ফন ভিকের বলে অ্যাকারম্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ওপেনার মিচেল মার্শ। এরপর স্টিভেন স্মিথকে নিয়ে ১৩২ রানের জুটি গড়ে তোলেন ওয়ার্নার। দলীয় ১৬০ রানে আরিয়ান দত্তের বলে ফন ডার মারউইয়ের কাছে ক্যাচ দিয়ে ফেরেন স্মিথ। ফেরার আগে করেন ৭১ রান। এরপর ৩৬ তম ওভারে ৬২ রানে সাজঘরে ফিরেন লাবুশেন। সেঞ্চুরির পর ওয়ার্নারও বেশিক্ষণ খেলতে পারেননি। ৯৩ বলে ১১টি চার এবং ৩টি ছক্কায় ১০৪ রানেই তার ইনিংসের ইতি টানেন। ক্রিজে থিতু হতে পারেননি জশ ইংলিসও। তার ব্যাট থেকে আসে ১৪ রান। এরপর দলীয় ২৯০ রানে সাইব্রান্ড এঙ্গেলব্রেটের এক দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে ৮ রান করে ফেরেন ক্যামেরুন গ্রিন। ২৯০ রানে ৬ উইকেট হারানের পর বড় স্কোর থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় থাকে। কিন্তু এরপরই শুরু হয় ম্যাক্সওয়েল শো। মাত্র ২৭ বলে তুলে নেন ফিফটি এবং ৪০ বলে তুলে নেন শতক। বিশ^কাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে গ্লেন ম্যাক্সওয়েল ৮টি ছয় ও ৯ চারে ফেরেন ১০৪ রান করে। শেষপর্যন্ত চারশ থেকে মাত্র ১ রান দুরে থামে অজিদের ইনিংস। ডাচদের হয়ে ১০ ওভারে ৭৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন লোগান ফন ভিক। এছাড়াও বাস ডি লিড নেন দুইটি এবং আরিয়ান দত্ত নেন একটি করে উইকেট।