দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ২ হাজার ২৯৩ জনকে শনাক্ত করা হয়েছে। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫১৩ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ১১৮টি পরীক্ষাগারে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫০১টি নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৯৩ জন। ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের
হার ১৪.৭৯ শতাংশ। এর আগে ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ছিল ১৬.৪৩ শতাংশ। অর্থাৎ একদিনের ব্যবধানে রোগী শনাক্ত কমেছে ১.৬৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। ওইদিন থেকে এখন পর্যন্ত ২৭ লাখ ৮৮ হাজার ২০২টি নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন। মোট নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ১৬.৭৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১ জন। এর মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি বয়সী ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছে। মৃতদের বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ১, সিলেটে ১ এবং ময়মনসিংহে ১ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫১৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৮৪২ জন, চট্টগ্রাম বিভাগে ৪১৯, রংপুরে ৫০, খুলনায় ৪৬, বরিশালে ২৮, রাজশাহীতে ৮৪, সিলেটে ৩৩ এবং ময়মনসিংহে ১১ জন রয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২.০২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ২৬১ জন এবং ছাড়া পেয়েছেন ১৯৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৯২৯ জন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ১ হাজার ১৬২ জন এবং ছাড়া পেয়েছেন ৯০১ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪০ হাজার ৭৮৩ জন।