Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ধর্ষণ মামলার আসামি পেলেন আওয়ামী লীগের পদ 

ধর্ষণ মামলার চার্জসিটভুক্ত আসামি তানভীর হোসেনকে গাজীপুর মহানগরের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক করা হয়েছে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন পর গত ৩০ জুলাই গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ।

কমিটি ঘোষণার দিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলসহ সহযোগী  ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । 

গাজীপুর মহানগরের ১০ নম্বর ওয়ার্ডের ৬৯ সদস্য বিশিষ্ট্য কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় ঝুট ব্যবসায়ী তানভীর হোসেনকে। তিনি ধর্ষণ মামলার আসামি। জিএমপি কোনাবাড়ি থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। মামলা নম্বর ১৭। 

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে জেলে থাকার পর জামিনে বের হয়েছেন তিনি। 

মামলার এজাহার সূত্রে জানা যায় , জিএমপি কোনাবাড়ী থানাধীন একটি এলাকায় ১৭ বছর ধরে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন ভুক্তভোগী নারী। ওই নারীকে প্রেমের ফাঁদে ফেলে ২০২০ সালের ৩১ মে বিয়ে করেন তানভীর। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য ওই নারীকে মানসিক নির্যাতন করতে থাকেন তানভীর। পরে ভুক্তভোগী আদালতে যৌতুক বিরোধী মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন স্বামী। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর কাজি অফিসের মাধ্যমে ভুক্তভোগীকে তালাক দেন তানভীর। তালাকের এক বছর পর  আবারও ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তানভীর। বিয়ের কথা বললে বিভিন্ন ভাবে কালক্ষেপণ করতে থাকতেন তিনি। চলতি বছরের ২৭ জানুয়ারি সকালে সাড়ে ৬ টার দিকে তানভীর ওই নারীকে বাসায় গিয়ে আবারো ধর্ষণ করেন। 

এ বিষয়ে জানতে চাইলে তানভীর হোসেন মুঠোফোনে বলেন, ‘ওই নারী আমার বিবাহিত স্ত্রী। আওয়ামী লীগের পদ পাওয়ার কারণে একটি মহল শত্রুতা করে  মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে।’ 

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ বলেন, ‘এক নারী বাদী হয়ে তানভীর হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে গত ২৮ জুন তানভীর হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়।’ 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আতাউল্যাহ মন্ডল বলেন, ‘আমরা এ বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেছি।’