Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

দুর্ভাগ্যজনক যে তামিম নাই, তবে এখনো আশা করছি সাকিবের হাতে একটা বড় ট্রফি আসবে: মাশরাফি

দুর্ভাগ্যজনক যে তামিম নাই, তবে এখনো আশা করছি সাকিবের হাতে একটা বড় ট্রফি আসবে: মাশরাফি

দুর্ভাগ্যজনক যে তামিম নাই, তবে এখনো আশা করছি সাকিবের হাতে একটা বড় ট্রফি আসবে: মাশরাফি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের আনুষ্ঠানিক বিশ্বকাপ যাত্রা শুরু হবে আগামী ৭ অক্টোবর। এদিন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। আসন্ন বিশ্বকাপ ঘিরে টাইগার সমর্থকরা বড় স্বপ্ন বুনলেও সাম্প্রতিক ফর্ম আর দলের বাইরের নানা বিতর্কে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ।

যদিও বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে কিছুটা হলেও সমালোচনায় রাশ টেনেছে টিম টাইগার্স। এদিকে, ভারত বিশ্বকাপে যদি বাংলাদেশ দল ভালো নাও করে তবুও টাইগারদের পাশে থাকবেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ (রোববার) এক ভিডিওতে মাশরাফি বলেন, 'আমি অবশ্যই আশা করছি, এই দল বিশ্বকাপে ভালো করবে কিন্তু যদি না করে আমি দলের সাথেই থাকবো। আপনারা হয়তোবা তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রল করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কাম অন টাইগার, বিশ্বকে দেখিয়ে দাও তোমরা কতটা ভালো।'

এর আগে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় আরেক ভিডিওতে সাবেক অধিনায়ক মাশরাফি বলেছিলেন সাকিবের হাতে বড় ট্রফি দেখার স্বপ্ন দেখেন তিনি, ‘দুর্ভাগ্যজনক যে তামিম নাই, তামিমকে এখন আর আমাদের পাওয়া সম্ভব না। তবে সাকিব এখনো আছে। সাকিবের অনেক রোল আছে। আমি এখনো আশা করছি সাকিবের মতো খেলোয়াড়ের হাতে একটা বড় ট্রফি আসবে এটা আমরা স্বপ্ন দেখছি। আমার বিশ্বাস সবকিছুকে পেছনে ফেলে সাকিব সামনে এগিয়ে যাবে।'

'কারণ ব্যক্তিগত জায়গা থেকে সাকিবকে আমার এতটুকুই মনে হয় যে তার ক্যারেক্টার অনেক শক্তিশালী। যে কোনো জিনিসকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারে। আমি নিশ্চিত দলকে অনেক পজিটিভভাবে নিয়েই সাকিব সামনে এগিয়ে যাবে। তারা তাদের সেরা ক্রিকেট খেলে আসবে'--যোগ করেন মাশরাফি।

এদিকে, সাকিবের আচমকা ইনজুরির খবরে গেল কদিন ধরে নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা গিয়েছিল সামজিক যোগাযোগমাধ্যমে। এমন আলোচনায় বেশ বিরক্তিই প্রকাশ করেছেন মাশরাফি। সাকিবের দ্রুত সুস্থতা কামনা করেছেন। একইসঙ্গে তাকে নিয়ে এমন নেতিবাচক আলোচনারও সমালোচনা করেছেন তিনি। 

ম্যাশ বলেন, এটা কি কোনো কথা হলো? এ কী অসুস্থতা...! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে...!’