Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

একজন শিক্ষক দিয়েই চলছে বিদ্যালয়

কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের নটারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত দুই বছর ধরে একজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান। এতে কমে গেছে শিক্ষার্থীর সংখ্যা। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি শিক্ষা বিভাগ।

জানা যায়, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ হয়। তখন পাঁচজন শিক্ষক নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান দিতেন। ২০২০ সালে পর্যায়ক্রমে চারজন শিক্ষক অবসরে যান। এরপর আর কোনও শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।

শিক্ষার্থীরা জানায়, শিক্ষক না থাকায় ঠিকমতো ক্লাস হয় না। ফলে শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না। এছাড়া অনেক শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে চলে গেছে।

নটারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজিনা খাতুন বলেন, ‘গত দুই বছর ধরে একাই শিক্ষার্থীদের পড়াশুনা চালিয়ে আসছি। তবে একার পক্ষে একটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। জরুরি ভিত্তিতে পাঁচটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি হয়ে উঠেছে।’

চিলমারী উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ কে এম জাকির হোসেন বলেন, ‘চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে আমি যোগদান করেছি। নানান ব্যস্ততার কারণে স্কুল পরিদর্শন করা সম্ভব হয়নি। বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, ‘জেলা উন্নয়ন কমিটির সভায় বিষয়টি নজরে আসে। এ ব্যাপারে জেলা প্রশাসক নির্দেশনা দিয়েছেন। শিগগিরই দুই থেকে তিনজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়া হবে। যাদের বেতন উপজেলা প্রশাসন থেকে দেওয়া হবে। পরবর্তীতে শিক্ষক নিয়োগ হলে এই সমস্যা থাকবে না।’