বর্ণাঢ্য বিপ্লবীর জীবন গোলাম আম্বিয়া খান লোহানীর। লন্ডনে অবস্থানকালেই তিনি সেখানকার শ্রমিক আন্দোলন ও সমাজতান্ত্রিক গোষ্ঠীগুলোর সংস্পর্শে আসেন। ১৯১৮ থেকে ১৯২০ সাল পর্যন্ত কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত না হয়েই শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে
কাজ করেন। ওই সময় কখনো সাংবাদিকতা, কখনো শিক্ষকতা করে জীবন নির্বাহ করতেন। মাসিক ১২ পাউন্ড বেতনে লন্ডনের যুদ্ধবিরোধী (প্রথম মহাযুদ্ধ চলাকালে) সংগঠন ‘ন্যাশনাল কাউন্সিল অব সিভিল লিবার্টিজ’-এর প্রচারক হিসেবেও কাজ করেছেন। ১৯১৭ সালের সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব লোহানীকে গভীরভাবে প্রভাবিত করে। সেই কারণে লন্ডনের বিভিন্ন সভায় এ বিপ্লবকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দিয়েছেন এবং নতুন সোভিয়েত রাষ্ট্রের বিরুদ্ধে আঁতাত শক্তির আক্রমণের বিরুদ্ধে প্রচারকাজও চালিয়েছেন।
গোলাম আম্বিয়া খান লোহানী ১৮৯২ সালের ২ ডিসেম্বর তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জে আমলাপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯১৪-১৯২০ পর্যন্ত লন্ডনে অবস্থান করেন। ১৯২১-এর মে মাসের শুরুতে ইউরোপে অবস্থানরত প্রবাসী বিপ্লবীদের বৈঠকে যোগদানের জন্য মস্কো গমন করেন। প্যারিসে অবস্থানকালে প্রবাসে ভারতের কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘দি মাসেস অব ইন্ডিয়া’র সম্পাদনা ও তা বিশেষভাবে ভারতে পাঠানোর কাজে নিযুক্ত হন। ১৯১৯ এ লেনিনের উদ্যোগে গঠিত ‘কমিউনিস্ট আন্তর্জাতিক’ (কমিনর্টান)-এ সক্রিয় ভূমিকা পালন করেন। মস্কোস্থ প্রাচ্যদেশীয় ইনস্টিটিউটে বাংলাভাষার শিক্ষক ছিলেন। বিপ্লবী গোলাম আম্বিয়া খান লোহানীর মৃত্যু হয় ১৯৩৮ সালে। *