Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

 গৃহবধূকে হত্যা, স্বামী আটক

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রুপালী বেগম (২০) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী ইউসুফ নবী রুবেলকে (২৬) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়। 

রোববার (১২ জুন) সকাল ৯টার দিকে ময়নাতদন্তের গৃহবধূর লাশ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

শনিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রুপালী বেগম উপজেলার কবিরহাট পৌরসভার মনির চৌকিদার বাড়ির সিরাজ মিয়ার মেয়ে।

আটককৃত রুবেল উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বার বাড়ির বাসিন্দা।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, তিন মাস আগে পারিবারিক ভাবে রুবেলের সঙ্গে বিয়ে হয় রুপালী বেগমের। বিয়ের পর থেকেই রুবেল মোবাইলে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। শনিবার দিবাগত রাতে তাদের মধ্যে আবারো বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে রুবেল তার স্ত্রী রুপালী বেগমকে গলা কেটে হত্যা করেন। 

ওসি আরো জানান, রুবেলের মায়ের চিৎকারে বাড়ির লোকজন এসে হত্যাকারীকে আটক করে। পরে খবর থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে আটক করে এবং হত্যায় ব্যবহৃত চাকু জব্দ করে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।