রাজধানীর কামরাঙ্গীরচরে মোছা. নিশানী (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্বজনরা। পরিবার দাবি করেছে নিহত নিশানী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় এ ঘটনাটি ঘটে।
নিহতের বড় ভাই কামাল হোসেন জানান, কামরাঙ্গীরচর পূর্ব রাসূলপুরে ৪নং গলিতে স্বামী আহাদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন নিশানী। তার স্বামী আহাদ টেইলারিং এর কাজ করে। আহাদ সকালে বাসা থেকে কাজে বের হন।
পরে বাসায় ফিরে এসে দরজা বন্ধ দেখে তার কোনও সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে রুমে ঢুকে দেখে ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর পৌনে দুটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলতে পারেনি স্বজনরা।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।