Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

লক্ষ্মীপুরে বিএনপি’র সমাবেশ স্থলে হামলা

লক্ষ্মীপুরে জেলা বিএনপির সমাবেশ স্থলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় সমাবেশ স্থলের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে তারা। এদিকে ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে বিকেল ৪টার দিকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি জানান, অন্তকোন্দলে নিজেরাই নিজেদের সভাস্থলে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিএনপি। এখন তারা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছেন। এই হামলার সঙ্গে ছাত্রলীগের কোন নেতাকর্মী জড়িত নয়। এছাড়া বিকেলে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছাত্রলীগের নেতাকমীরা ওই সমাবেশ নিয়ে ব্যস্ত। 

জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন জানান, ‘কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর বাসভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ স্থলে নেতাকর্মীরা জড়ো হওয়ার সময় বিনা উস্কানীতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের কর্মীরা এসময় সভাস্থলে ভাঙচুর চালায়।’ 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ‘হামলার বিষয়টি শুনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি।’