Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

নাচের ছন্দে বর্ণিত হলো সম্প্রীতির বারতা

নৃত্যশিল্পীদের মুদ্রার সঙ্গে অভিব্যক্তির সম্মিলনে উপস্থাপিত হলো আগামী দিনের স্বদেশের স্বরূপ। নাচের ছন্দে বর্ণিত হলো সম্প্রীতির বারতা। বাঙালি জাতিরাষ্ট্রের ইতিহাসসহ বহুবিধ বিষয়কে উপজীব্য করে পরিবেশিত হলো প্রতিটি পরিবেশনা। আর নয়নজুড়ানো এই নৃত্যসমূহের উপস্থাপনে ছিল নতুনের আবাহন। নতুন নতুন কম্পোজিশনে উপস্থাপিত হয়েছে প্রতিটি পরিবেশনা। যেখানে ব্যবহৃত হয়েছে নতুন সুর। আর মুদ্রার সঙ্গে অভিব্যক্তির সম্মিলনে দর্শকরা উপভোগ করলেন নানা আঙ্গিকের নান্দনিক নাচ।

ছবি: ভোরের কাগজ

বুধবার ‘গণজাগরণের নৃত্য উৎসব’ এর চতুর্থ সন্ধ্যায় নৃত্যশিল্পীরদের এমনই মনোমুগ্ধকর নূপুরের নিক্কনে সচকিত হলো শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মুল মিলনায়তন। কখনও একক আবার কখনও পরিবেশিত হলো সম্মেলক নাচ। আর সবগুলো পরিবেশনাই ছিল শাস্ত্রীয় আঙ্গিকের নৃত্যে সাজানো।

মুনমুন আহমেদের পরিচালনায় নৃত্যদল রেওয়াজ পারফর্মার্স স্কুলের পরিবেশনায় নৃত্যালেখ্য ‘অভিযাত্রা’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এদিনের আয়োজন। রোজমেরি রিতু রেবেইরোর পরিচালনায় খণ্ডনৃত্য ‘পূর্ব দিগন্তে মোরা ঝঞ্ঝার মতো, শোন একটি মুজিবরের থেকে’ পরিবেশন করে সৃষ্টি নৃত্যাঙ্গন। সোহেল রহমানের পরিচালনায় নৃত্যালেখ্য ‘প্রকৃতি’ পরিবেশন করে নৃত্যদল শিখর কালচারাল অর্গানাইজেশন। আবু নাঈমের পরিচালনায় নৃত্যালেখ্য ‘সহজে সন্ধানে’ পরিবেশন করে নৃত্যদল নাঈম খান ড্যান্স কোম্পানী। আতিকুর রহমান উজ্জলের পরিচালনায় খণ্ডনৃত্য ‘বাজে বংশী’ পরিবেশন করে নৃত্যাঙ্গন। প্রিয়াংকা সাহার পরিচালনায় নৃত্যালেখ্য ‘সোনার বাংলা স্বপ্ন নয়, পৃথিবী অবাক তাকিয়ে রয়’ পরিবেশন করে আরাধনা নৃত্যদল। মৌসুমী রহমান মিতার পরিচালনায় নৃত্যালেখ্য ‘শৈলী শিল্পচর্চা’ পরিবেশন করে মনের মানুষ নৃত্যদল। জ্যোতি সিনহার পরিচালনায় নৃত্যালেখ্য ‘একটি কবিতা লেখা হবে’ পরিবেশন করে জ্যোতিনন্দন দল। নৃত্যালেখ্য অন্তর সরকারের পরিচালায় ‘বঙ্গবন্ধুর সম্প্রীতি বন্ধনে বাংলাদেশ’ পরিবেশন করে নৃত্যদল অন্তর নৃত্য নিকেতন। শান্তনা দেবীর পরিচালনায় নৃত্যালেখ্য ‘কাংলৈ অনৈ’ পরিবেশন করে একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস নৃত্যদল। মো: জসিম উদ্দিনের পরিচালনায় খণ্ডনৃত্য ‘বাউল আঙ্গিকে লোক নৃত্য’ পরিবেশন করে নৃত্যদল স্বাত্তিক গুরুকুল নৃত্যভূমি। সালমা বেগম মুন্নীর পরিচালনায় খণ্ডনৃত্য ‘ঝুমুর নৃত্য’ পরিবেশন করে নৃত্যাক্ষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তামান্না তিথি।

প্রতিদিনকার এ আয়োজন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। উৎসবের দ্বার সবার জন্য উন্মুক্ত।