Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

নেলকাটারের দুইটা ছোট চাকু কেন থাকে, জানেন?

নেলকাটারের দুইটা ছোট চাকু কেন থাকে, জানেন?

নেলকাটারের দুইটা ছোট চাকু কেন থাকে, জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক : নিত্যদিনের সংসারে আমরা বহু জিনিস ব্যবহার করে থাকি। কিন্তু তারই মধ্যে এমন কিছু জিনিস থাকে যার ব্যবহার সম্পর্কে আমরা অজ্ঞাত। 

আজকের এই প্রতিবেদনে তেমনই একটি বিষয় নিয়ে আলোচনা করবো। আগেকার দিনে মানুষজন ব্লেড দিয়ে হাতে পায়ের নখ কাটতো। কিন্তু যতদিন এগিয়েছে ততই মানুষজন আধুনিক হয়েছে। আর তাইতো এখন ব্লেড নয় নেইল কাটার দিয়ে নখ কাটেন।

বলতে গেলে ব্লেডের তুলনায় এটা অনেক বেশি নিরাপদ। কেননা, ব্লেডে হাত কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে, যারা নেলকাটার ব্যবহার করেন তারা নিশ্চই খেয়াল করে থাকবেন যে, নেলকাটারে ছোট দুটি চাকু থাকে। যারমধ্যে একটি ছুড়ির মতো দেখতে। 

কিন্তু সেটা খুব একটা ধারালো নয়। আর অন্য একটিকে দেখতে খানিকটা অ্যান্টিক ডিজাইনের ছোট চাকুর মতো। যেগুলি দিয়ে নখ কাটা যায়না।

তাহলে চাকুর মতো দেখতে ব্লেডের ব্যবহার কি? ৯৯% মানুষই জানেন না এর ব্যবহার! এরমধ্যে সোজা আকৃতির ব্লেড বা চাকুর ব্যবহার অত্যন্ত সোজা। 

নখ কাটার পর দেখবেন নখের উপরের অংশ অসমান হয়ে থাকে। আর সেই অসমান অংশ সমান করার জন্য চাকুর মতো অংশটির ধার দিয়ে ঘষতে হয়। যারফলে নখ হয়ে যায় সমান। এককথায় বলতে গেলে নখ সমান রাখার জন্যই এটির ব্যবহার হয়।

আর অপর অ্যান্টিক ডিজাইনের ছোট চাকুর মতো দেখতে সেটি দিয়ে বোতলের সিল করা ঢাকনা, কোল্ড ড্রিঙ্কের ঢাকনা এসব খোলা যায়। এছাড়াও যারা বড় নখ রাখেন অনেকসময় তাদের নখে ময়লা জমে যায়। আর সেটি পরিষ্কার করতেও এটি ব্যবহার করা হয়। তাহলে এবার জেনে গেলেন কেন নেলকাটারে ওই দুটি চাকু ব্যবহার করা হয়।