পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের ২৭ ঘণ্টা পর সুমন খাঁ (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের হাউদের ভারানী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমন খাঁ উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এলাকার শহিদুল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মানসিক ভারসাম্যহীন ছিলেন। সম্প্রতি তিনি স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। শুক্রবার সকালে পার্শ্ববর্তী ভারানী নদীতে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি। নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস। আজ সকালে নদীতে তার লাশ ভেসে ওঠে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’