Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

পাকিস্তানকে হারিয়ে জ্যোতিদের শুভসূচনা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুুরি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ বুধবার (২৫ অক্টোবর) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নাহিদা আক্তারের তোপে ১৯.৪ ওভারে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের মেয়েদের ইনিংস। মাত্র ৮ রান খরচে পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন নাহিদা আক্তার। জ্যোতিদের পরের ম্যাচ শুক্রবার একই ভেন্যুতেই।

চট্টগ্রামে ৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখেশুনে ব্যাট চালাতে থাকে বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও মুরশিদা খাতুন। কিন্তু দলীয় ১২ রানের মাথায় রান আউট হয়ে ফিরে যান শামিমা। ৯ বলে তিনি করেন ৫ রান। এরপর সোবহানা মুশতারির সঙ্গে জুটি বাধেন মুর্শিদা। ২৫ বলে ২ চারে ১৬ রান করে উম্মে হানির বলে ফেরেন সোবহানা। দলীয় ৫৭ রানের মাথায় মুর্শিদা ফিরে গেলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ৩৯ বলে ২ চারে ২২ রান করে নাশরা সান্ধুর বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে নিগার সুলতানা জ্যোতির দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় টাইগ্রেসরা। জ্যোতি অপরাজিত থাকেন ২৮ বলে ৩ চারে ২৬ রান করে।

আজ টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়ে শুরুতেই আঘাত হানেন টাইগার স্পিনার নাহিদা আক্তার। দলীয় ১৬রানের মাথায় পাক ওপেনার আমিনকে সরাসরি বোল্ড করেন তিনি। এরপর আরেক ওপেনার মুনিবা আলিকেও ফেরান তিনি। ১৯ বলে ৩ চারে ১৬ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। পাক অধিনায়ক নিদা দার ১৪ রানের মাথায় ফেরেন রাবেয়ার বলে বোল্ড হয়ে। পরের ওভারেই রান আউট হন মারুফ। তিনি করেন ২৯ বলে ২০ রান। এরপর আলিয়া রিয়াজ ও ইশা জাভেদকে তুলে নেন যথাক্রমে স্বর্ণা আক্তার ও সুলতানা খাতুন। দ্বিতীয় রানআউটের শিকার হয়ে ফেরার আগে নাটালিয়া পারভেজ করেন ১৬ বলে ২ চারে ১৫ রান। সফরকারীদের শেষ তিন উইকেট তুলে নিয়ে ১৯.৪ ওভারে ৮২ গুটিয়ে দেন নাহিদা আক্তার। ৩.৪ ওভারে মাত্র ৮ রান খরচে ৫ উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার। এছাড়া রাবেয়া, সুলতানা এবং স্বর্ণা একটি করে উইকেট পান।

আগামী ২৭ ও ২৯ অক্টোবর চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাকি দুটি ম্যাচ টি-টোয়েন্টি ম্যাচ। সব ম্যাচই হবে দিবারাত্রীর। আগামী ৪, ৭ ও ১০ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে চ্যাম্পিয়নশিপে নয় ম্যাচে মাত্র ১টি জিতে ১০ দলের মধ্যে ৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে হার তিনটি, টাই একটি এবং চারটি ম্যাচ হয় পরিত্যক্ত।