
এসিআই মটরস দেশের বাণিজ্যিক গ্রুপ এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। এসিআই মটরস ২০১৯ সালে বাংলাদেশে একক পরিবেশক হিসেবে বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড-ফোটন’র বিপণন শুরু করে।
সম্প্রতি ল্যাবএইড ডায়াগনস্টিক, এসিআই মটরস থেকে অত্যাধুনিক ৫টি নতুন ফোটন অ্যাম্বুলেন্স ক্রয় করে। ল্যাবএইড ডায়াগনস্টিক, ল্যাবএইড গ্রুপের একটি সহযোগী প্রতষ্ঠিান।
সম্প্রতি এসিআই মটরস এর উদ্যোগে ল্যাবএইড গ্রুপের কর্পোরেট অফিসে একটি আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুব্রত রঞ্জন দাস, এক্সকিউিটভি ডিরেক্টর, এসিআই মটরস লিমিটেড, সাকিফ শামীম, এক্সিকিউটিভ ডিরেক্টর, ল্যাবএইড গ্রুপের কাছে প্রথম অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।
অর্থসূচক/