Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

রক ফেস্টে সুরের মূর্ছনায় তরুণ-তরুণীদের উচ্ছ্বাস  

একই মঞ্চে হাজির দেশের সেরা ব্যান্ড মাইলস, আর্টসেল, ওয়ারফেজ, শিরোনামহীনসহ অন্যরা। তাদের সুরের মূর্ছনায় হাজার হাজার তরুণ-তরুণীর রাত হয়ে উঠেছিল রঙিন উচ্ছ্বাসে ভরা।  

শুক্রবার (১০ জুন) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ১ নম্বর হলে রক ফেস্টের আয়োজন করা হয়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ এর আয়োজক। 

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে যুবসম্প্রদায়কে সমাজ গঠনে একতাবদ্ধ করতে এই কনসার্টের আয়োজন করা হয় বলে জানিয়েছেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। 

তিনি বলেন, ‘তরুণ শক্তিকে এক করে দেশের উন্নয়ন করার উদ্দেশ্যেই আমরা এগিয়ে চলছি। জেসিআই বাংলাদেশের এই রক কনসার্ট সংগীতের সুরের মূর্ছনায় তরুণদের আরো উজ্জীবিত করবে বলে আমাদের বিশ্বাস। দর্শকদের ব্যাপক সাড়ায় আমরা মুগ্ধ।’

এই আয়োজনে একসঙ্গে প্রায় ৩ হাজার তরুণ-তরুণী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। আগামী বছরগুলোতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেছে। 

রাত ১১টায় আর্টসেলের গানে পর্দা নামে রক ফেস্টের। প্রত্যেক ব্যান্ড তাদের জনপ্রিয় ৫টি করে গান পরিবেশন করে।