Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

সাকিবের হঠাৎ দেশে ফিরে আসার আসল কারণ জানা গেল

সাকিবের হঠাৎ দেশে ফিরে আসার আসল কারণ জানা গেল

সাকিবের হঠাৎ দেশে ফিরে আসার আসল কারণ জানা গেল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে সময় ভালো যাচ্ছেনা বাংলাদেশের। ছন্দে নেই ব্যাটাররা। নাজুক অবস্থায় অধিনায়ক সাকিব আল হাসান নিজেও। 

দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের পর হঠাৎ ছুটি নিয়ে দেশে এলেন টাইগার অধিনায়ক। তার এমন ফেরা নিয়ে কম আলোচনা হয়নি। যদিও জানা গিয়েছে, কেবল ক্রিকেট সংক্রান্ত কাজেই ঢাকায় পা রেখেছেন সাকিব।

বিশ্বকাপের মধ্যে আচমকা সাকিবের দেশে ফেরাতে অবাকই হয়েছে সবাই। অনেকেরই ধারণা ছিল অ-ক্রিকেটীয় কাজেই সাকিবের এমন ফেরা। অবশ্য ব্যাট হাতে রান না পাওয়া সাকিব নিজের অনুশীলন ঝালাই করতেই ফিরে এসেছেন পুরোনো গুরুর কাছে।

ঢাকায় নেমেই ছোট বেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের শরণাপন্ন সাকিব। মিরপুর মাঠের ইনডোরে করেছেন আজ তিন ঘন্টার সেশন। 

সেখানে কেবল ছিলই ব্যাটিং নিয়ে কাজ। আগামীকাল এবং পরশুও করবেন অনুশীলন। সাকিবের প্রথম দিনের অনুশীলন নিয়ে এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কোচ ফাহিম। 

সেখানে তিনি বলেন, 'গতকালকেই জানতে পেরেছি যে সাকিব আসছে। আজকে তিন ঘণ্টার সেশন হয়েছে ওর সঙ্গে। আগামী দুই দিনের পরিকল্পনা হলো পুরো দিনই অনুশীলন করা। এরপর সে নেদারল্যান্ডস ম্যাচের জন্য দলের সঙ্গে যোগ দেবে।'

অনুশীলনে টেকনিক্যাল বা কি সমস্যা নিয়ে কাজ হলো সেটা খোলাসা করতে চাননি ফাহিম । তবে সাকিবের কাছ থেকে ভালো কিছুর আশা তিনি করছেন, 'আজকে শুধু ব্যাটিং নিয়েই কাজ হয়েছে। 

সামনের দুই দিনে বোলিংয়ের কাজও হতে পারে। আজকে অনুশীলনের পর ওকে বেশ ভালো দেখাচ্ছে। তবে কতটা কাজ হলো, সেটা তো ম্যাচে বোঝা যাবে। ম্যাচে ভালো করলে তবেই না কার্যকারিতা ফুটে উঠবে। আশা করি, সাকিব ভালো করবে ও দলকে জেতাবে।'