Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

সাঁ পাওলো ও নারিতায় প্রিমিয়াম ইকোনমি শ্রেণী চালু করছে এমিরেটস

ucb stock regular

এমিরেটস তাদের অত্যন্ত জনপ্রিয় প্রিমিয়াম ইকোনমি শ্রেণী ১৯ নভেম্বর থেকে সাঁ পাওলো এবং ২০ ডিসেম্বর থেকে টোকিও নারিতায় চালু করতে যাচ্ছে। উত্তর ও দক্ষিণ আমেরিকা নেটওয়ার্কে সাঁ পাওলো হবে পঞ্চম এবং দূরপ্রাচ্য নেটওয়ার্কে টোকিও নারিতা হবে দ্বিতীয় গন্তব্য, যেখানে এই শ্রেণীর সেবা পাওয়া যাবে।

ইতোমধ্যে ১০টি রুটে প্রিমিয়াম ইকোনমি শ্রেনী সেবা চালু হয়েছে এবং ভ্রমণকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যে সকল যাত্রীরা অপেক্ষাকৃত কম খরচে প্রিমিয়াম ভ্রমন অভিজ্ঞতা পেতে চান তাদের জন্য এমিরেটস ১ বছর আগে এই বিশেষ শ্রেনী প্রবর্তন করে। ইতোমধ্যে ১৬০,০০০  এর অধিক যাত্রী এই সেবা গ্রহণ করেছেন।

ব্যবসায়িক, অবকাশ, পারিবারিক বা একক ভ্রমণের ক্ষেত্রে শ্রেনীটির জনপ্রিয়তা সর্বাধিক। প্রিমিয়াম ইকোনমি শ্রেনীতে আসনগুলো বিলাসবহুল, লেগরুম অপেক্ষাকৃত বেশী, খাবার ও পানীয়ের ক্ষেত্রে প্রিমিয়াম পরিসেবাসহ অন্যান্য অনেক আকর্ষণ রয়েছে, যা যাত্রীদের আকৃষ্ট করছে।

cwt
LankaBangla securites single page

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি নগরীতে বাংলাদেশের সঙ্গে আকাশ পথে যুক্ত করছে।

অর্থসূচক/ এইচএআই