Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

‘স্কুল’ শব্দের ফুলফর্ম কী? জানেন না ৯৯% মানুষই

‘স্কুল’ শব্দের ফুলফর্ম কী? জানেন না ৯৯% মানুষই

‘স্কুল’ শব্দের ফুলফর্ম কী? জানেন না ৯৯% মানুষই

এক্সক্লুসিভ ডেস্ক : সাধারণ জ্ঞান প্রতিটি ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এ বিষয়ে নলেজ বাড়াতে চান তাহলে নিয়মিত পড়তে হবে বই ও পত্রপত্রিকা। এছাড়াও ধাঁধা ও কুইজের চর্চায় থাকতে হবে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতবর্ষের সবচেয়ে ধনী ও গরীব রাজ্য কোনটি?
উত্তরঃ ভারতবর্ষের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্র (Maharashtra) আর গরিব রাজ্য হল বিহার (Bihar)।

২) প্রশ্নঃ কোন দেশের প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল?
উত্তরঃ পাকিস্তানের প্রধানমন্ত্রীর জুলফিকার আলী ভুট্টোকে (Zulfikar Ali Bhutto) ফাঁসির সাজা দেওয়া হয়েছিল (১৯৭৯ সাল)।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন দুটি শহরকে ‘যমজ শহর’ বলা হয়?
উত্তরঃ কলকাতা ও হাওড়াকে (Kolkata and Howrah) পশ্চিমবঙ্গের যমজ শহর বলা হয়।

৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে পাকিস্তান নামের একটি জায়গা রয়েছে?
উত্তরঃ বিহার রাজ্যে।

৫) প্রশ্নঃ সবচেয়ে হিংস্র প্রজাতির মাছ পিরানাহা কোথায় পাওয়া যায়?
উত্তরঃ দক্ষিণ আমেরিকার কয়েকটি মিষ্টি জলের হ্রদ ও নদীতে পিরানাহা (Piranha) মাছ পাওয়া যায়।

৬) প্রশ্নঃ ভারতের কোন রঙের গাড়ি কেনা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ?
উত্তরঃ জলপাই সবুজ (Olive Green) রঙের গাড়ি। কারণ এই রঙ শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীদের জন্য ব্যবহার করা হয়।

৭) প্রশ্নঃ কোন দেশ প্রথম এক ঘন্টা সমান ৬০ মিনিট আবিষ্কার করেছিল?
উত্তরঃ গ্রীস দেশ।

৮) প্রশ্নঃ অতীতের পোস্টম্যানের কাজ করতো কোন পাখিটি?
উত্তরঃ পায়রা।

৯) প্রশ্নঃ জানেন ওয়াইফাই (WiFi) থেকেও ১০০ গুন বেশি স্পিড কিসে?
উত্তরঃ LiFi (Light Fidelity)

১০) প্রশ্নঃ ‘স্কুল’ শব্দের ফুলফর্ম কী?
উত্তরঃ SCHOOL শব্দের পূর্ণরূপ হল —
S – SINCERITY
C – CAPACITY
H – HONESTY
O – ORDERLINESS
O – OBEDIENCE
L – LEARNING