Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

তামিম-মোস্তাফিজদের ঝলক, মুমিনুলের ব্যাটিংয়ে ‘শঙ্কা’

ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ শেষ করেছে বাংলাদেশ। ব্যাট হাতে তামিম ইকবাল-নাজমুল হোসেন শান্তদের সঙ্গে বল হাতে দারুণ প্রস্তুতি সেরেছেন ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমানরা। তবে শঙ্কা উঁকি দিচ্ছে মুমিমিনুল হকের ব্যাট হাতে ছায়া হয়ে থাকা!

তৃতীয় ও শেষ দিন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১ উইকেটে ৫৯ রান করার পর খেলার ইতি টানেন ম্যাচ অফিসিয়ালরা। আগের ইনিংসে শুন্য করলেও এবার তাকে আউট করতে পারেননি ক্যারিবীয়ানরা। ৫৩ বলে ৯ রান করেন তিনি। এ ছাড়া ৫১ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন মেহেদি হাসান মিরাজ।

প্রথম ইনিংসে শুন্য মারলেও দ্বিতীয় ইনিংসে মুমিনুলের সামনে সুযোগ ছিল নির্ভার এই ম্যাচে নিজেকে ঝালিয়ে নেওয়ার। এখানে ব্যর্থ হন সদ্য নেতৃত্ব ছাড়া মুমিনুল। ১৬ বলে ৪ রান করে রানআউট হয়ে ফেরেন সাজঘরে!

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ৩১০ রান করে। ২৮৭ বলে ১৬২ রান করে অপরাজিত ছিলেন তামিম। ৫৪ রান করেন শান্ত। নুরুল হাসান সোহান করেন ৩৫ রান। এ ছাড়া কোনো ব্যাটসম্যান বিশের ঘর পার হতে পারেননি। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন লুইস।

ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ ৮ উইকেটে ৩৫৯ রান করে ইনিংস ঘোষণা করে। তিনটি করে উইকেট নেন দুই পেসার ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ ৬ ওভারে ৩৪ রান দিয়ে এই উইকেটগুলো নেন। প্রায় ১ বছর পর টেস্ট দলে ফিরে মোস্তাফিজের এমন বোলিং দলের জন্য স্বস্তিদায়ক। ইবাদত ১৬ ওভারে ৬৭ রান দিয়ে এই উইকেটগুলো নেন। এ ছাড়া রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদ ১টি করে উইকেট নেন। মিরাজ-মোসাদ্দেক-তাইজুলরা কোনো উইকেটের দেখা পাননি।

ব্যাট হাতে প্রেসিডেন্ট একাদশের চার ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেন। ৮ রানের জন্য সেঞ্চুরি পাননি সোলোজানো। তেজনারাইন চন্দরপল ৫৯,  ইয়ানিক কারিয়াহ ৫৬ রান করেন। প্রিস্টন ম্যাকসুয়েন ৫০ ও জোমেল ওয়ারিক্যান ২১ রানে অপরাজিত ছিলেন।