Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

তামিমের দেড়শর পর ইবাদত-খালেদদের নির্বিষ বোলিং

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশ ভালো করলেও বল হাতে সুবিধা করতে পারছে  না। ব্যাট হাতে অবশ্য এক তামিম ইকবালই দারুণভাবে প্রস্তুতিটা সেরেছেন। এ ছাড়া ফিফটি করেন নাজমুল হোসেন শান্ত।

প্রস্তুতির দ্বিতীয় দিন বাংলাদেশ ৭ উইকেটে ৩০৭ রানে ইনিংস ঘোষণা করে। তামিম ১৬২ রানে অপরাজিত ছিলেন। ১৪০ রানে দিন শুরুর পর আরও ২২ যোগ করেন। ২১ চার ও ১ ছয়ে ২৮৭ বলে এ রান করেন বাঁহাতি ওপেনার।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান করেন শান্ত। এ ছাড়া নুরুল হাসান সোহান ৩৫, মোসাদ্দেক হোসেন ১৯ রান করেন। ১১ রান করে রিটায়ার্ড হার্ট হন ইয়াসির আলী রাব্বী। দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি লিটন দাস (৪) ও মেহেদী হাসান মিরাজ। প্রথম দিনই শূন্যরানে আউট হয়েছিলেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন লুইস।

এদিকে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের দুই ওপেনার দারুণ খেলছেন। তেজনারাইন চন্দরপল ও জার্মি সোলোজানো শুরু থেকেই খেলতে থাকেন দাপটের সঙ্গে। খালেদ আহমেদ-ইবাদত হোসেনরা সুবিধা করতে পারেননি।

দুজনে চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত দারুণ খেলেন। চন্দরপলকে আউট করে ১০৯ রানে জুটি ভাঙেন রেজাউর রহমান রাজা। ১১৭ বলে ৫৯ রান করেন চন্দরপল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেসিডেন্ট একাদশের সংগ্রহ ৩৮ ওভারে ১১৪। আরেক ওপেনার সোলোজানো অপরাজিত আছেন ৪৮ রানে। ২ রানে ব্যাট করছেন টেবিন ইমলাচ।

সবচেয়ে খরুচে বোলিং করেন ইবাদত। ৮ ওভারে তিনি রান দিয়েছেন ৩৭টি। এ ছাড়া সব বোলারই ইকোনমি তিনের নিচে। খালেদ শুরুর দিকে মার খেলেও ধীরে ধীরে আঁটসাঁট বোলিং করেন।