Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

তিনটি হৃদপিণ্ড থাকে কাদের শরীরের?

তিনটি হৃদপিণ্ড থাকে কাদের শরীরের?

তিনটি হৃদপিণ্ড থাকে কাদের শরীরের?

এক্সক্লুসিভ ডেস্ক : এসএসসি, ব্যাঙ্কিং অথবা রেলওয়ে যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি আসে। তাই আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ধরনের তথ্যগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন দেশ-বিদেশের তথ্য সংক্রান্ত বিষয়গুলি জানান দেয়, তেমনি নলেজের পরিধিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে।

১) প্রশ্নঃ সমুদ্র ও মরুভূমি একই জায়গায় মিশেছে এমন একটি জায়গার উদাহরণ দাও!
উত্তরঃ নামিব মরুভূমি, যেখানে নামিবিয়ার মরুভূমির সাথে আটলান্টিক সাগর মিশেছে।

২) প্রশ্নঃ ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে?
উত্তরঃ বেঙ্গালুরুকে।

৩) প্রশ্নঃ কোন প্রাণীর কখনো রোগ হয় না?
উত্তরঃ হাঙ্গরের।

৪) প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি?
উত্তরঃ কাস্পিয়ান হ্রদ।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে গ্যাস, জল ও বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়?
উত্তরঃ তুর্কমেনিস্তান।

৬) প্রশ্নঃ রেল ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ জর্জ স্টিফেনসন।

৭) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জীবন রেখা বলা হয় কোন নদীকে?
উত্তরঃ ভাগীরথী নদীকে।

৮) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দানশীল ব্যক্তিটি কে?
উত্তরঃ জামশেদজি টাটা।

৯) প্রশ্নঃ কোন দেশে মানুষের পরিবর্তে রোবট ট্রেন চালায়?
উত্তরঃ চীন দেশে।

১০) প্রশ্নঃ অক্টোপাসের শরীরে কয়টি হৃদপিণ্ড থাকে?
উত্তরঃ তিনটি হৃদপিণ্ড।

১১) প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কবে হয়েছিল?
উত্তরঃ ১৭৫৭ সালের ২৩শে জুন। (বাংলার শেষ স্বাধীন শাসক, নবাব সিরাজ উদ-দৌলা ও লর্ড ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনীর মধ্যে)।

১২) প্রশ্নঃ বায়ুমন্ডলের রঙ না থাকলে আকাশের রঙ কেমন হতো?
উত্তরঃ কালো।

১৩) প্রশ্নঃ শুকনো বরফ কাকে বলা হয়?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইডকে।

১৪) প্রশ্নঃ বিশ্বের কোন প্রতিষ্ঠানে সর্বাধিক সংখ্যক কর্মচারী রয়েছে?
উত্তরঃ ভারতীয় রেলে।

১৫) প্রশ্নঃ বাঘ বা সিংহ নয়, কোন প্রাণীটি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে জানেন?
উত্তরঃ মশা। রিপোর্ট অনুযায়ী, বিশ্বে প্রতিবছর গড়ে ৭ লাখ মানুষের প্রাণ যায় মশার কামড়ে।