Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

যশোরে চলছে ওয়ালটন ব্যাটারির টেকনিশিয়ান কনফারেন্স

ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের আয়োজনে যশোরে শুরু হয়েছে দিনব্যাপী ‘ওয়ালটন ব্যাটারি মিট দ্য টেকনিশিয়ান কনফারেন্স ২০২২’। ‘এক সাথে, একই স্বপ্নে’ এই স্লোগানকে সামনে রেখে ওয়ালটনের স্টেকহোল্ডার ও পার্টনারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় ও মজবুত করাই  কনফারেন্সের উদ্দেশ্য।

আরও পড়ুন: ওয়ালটন ব্যাটারি পার্টনার্স সামিটে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করার প্রত্যয়

রোববার (১২ জুন, ২০২২) সকাল ৯টায় শহরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ওই কনফারেন্স শুরু হয়। দুই পর্বের ওই অনুষ্ঠান চলবে বিকেল ৪টা পর্যন্ত। ওয়ালটন ব্যাটারি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে সামিট। খুলনা অঞ্চলে ওয়ালটনের সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের শতাধিক টেকনিশিয়ান সম্মেলনে অংশ নিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেবেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচি। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ফিরোজ আলম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কামাল হোসাইন, কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মাহফুজুর রহমান, ওয়ালটন ব্যাটারির বিজনেস কো-অর্ডিনেটর রাজাউর রহমান, ন্যাশনাল সেলস ম্যানেজার বাবর আলী আপন ও এসএম সেলিমুর রহমান এবং ওয়ালটন ব্যাটারির ব্র্যান্ডিং বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অনিক আহমেদ প্রমুখ।

আরও পড়ুন: যশোরে দিনব্যাপী ওয়ালটনের পার্টনার্স সামিট শুরু

কনফারেন্সে নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি উৎপাদন প্রক্রিয়া, ওয়ালটন ব্যাটারির ফিচার ও গুণগতমান নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরবেন ওয়ালটন ব্যাটারির রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আর অ্যান্ড আই) বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর প্রকৌশলী নাহিদ আল মাহমুদ। এছাড়া, মার্কেট সম্পর্কিত বিভিন্ন পর্যালোচনা তুলে ধরবেন ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পাশাপাশি নিজেদের দাবি-দাওয়া ও বিভিন্ন বক্তব্য তুলে ধরবেন দেশের নানা প্রান্ত থেকে আসা টেকনিশিয়ানরা। এছাড়া, বিকেলে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। র‌্যাফেল ড্র-এর মধ্য দিয়ে সমাপ্ত হবে অনুষ্ঠান।