Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রি!

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার এক‌টি ফার্মেসিতে ১৬ টাকার ওষুধ ৫২০ টাকা বিক্রি করায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করে দেওয়া হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ‘লিখন নামের এক ব্যক্তি তার বাচ্চা অসুস্থ হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক তাকে কাচিন ১০০ (kacin100) নামের একটি ইনজেকশন আনতে বলেন। লিখন হাসপাতাল এলাকার ‘বর্ষণ মেডিসিন এন্ড সার্জিক্যাল’ নামের ফার্মেসি থেকে ইনজেকশনটি ৫২০ টাকায় কেনেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ইনজেকশনটির দাম মাত্র ১৬ টাকা।’

রিজভী আরও বলেন, ‘এ ঘটনায় লিখন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিকেলে ওই ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানাসহ ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়েছে।’