Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

২০০৫ সালে ভারতে ঘটানো সেই অপকীর্তির কথা জানালেন ম্যাথু হেডেন

২০০৫ সালে ভারতে ঘটানো সেই অপকীর্তির কথা জানালেন ম্যাথু হেডেন

২০০৫ সালে ভারতে ঘটানো সেই অপকীর্তির কথা জানালেন ম্যাথু হেডেন

স্পোর্টস ডেস্ক: ২০০৫ সালে ভারত সফরে এসে বড় শাস্তির মুখে পড়তে হতে পারত ম্যাথু হেডেনকে। কী কাণ্ড ঘটিয়ে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার? এক সাক্ষাৎকারে ২০০৫ সালে ভারতে ঘটানো সেই অপকীর্তির কথা জানালেন ম্যাথু হেডেন।

যা করার পর তার মনে হয়েছিল, তাকে হয়তো শাস্তি পেতে হবে। সেই সফরে নাগপুর টেস্টে ভারতকে ৩৪২ রানে হারিয়ে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। সিরিজ জেতায় দলের সকলেই ছিলেন খোশ মেজাজে। হেডেনও ছিলেন হালকা মেজাজে। 

তিনি বলেছেন, ‘‘১০ বছরেরও বেশি সময়ের একটা ঘটনা। রাতে হোটেল থেকে বেরিয়ে ছিলাম বাজি ফাটানোর জন্য। একটা রকেট জ্বালিয়ে ছিলাম। রকেটটা যে দিকে যাবে মনে করেছিলাম, সে দিকে যায়নি। একটা বাড়ির দিকে উড়ে যায় রকেটটা।” 

হেডেন বলেন, “কেউ অবশ্য আহ ত হননি। কারণ, ওই বাড়িটা ছিল নির্মীয়মাণ। আসল কাণ্ডটা এর পর ঘটেছিল। রকেটটা বাড়ির অন্য দিক দিয়ে বেরিয়ে একটা ট্রেনের মধ্যে ঢুকে যায়।’’

এর পরেই বেশ ভয় পেয়ে যান হেডেন। কঠিন শা'স্তির মুখে পড়ার আশ'ঙ্কা করেছিলেন। তা নিয়ে বলেছেন, ‘‘ভেবেছিলাম, আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। ভাগ্য ভাল ছিল, কেউ আহ'ত হননি। তাই কোনও শা স্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরেছিলাম।’’