Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

৩ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম শুরু ২০ আগস্ট

গুচ্ছভুক্ত তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম শুরু হবে আগামী ২০ আগস্ট। চলবে ২৭ আগস্ট পর্যন্ত। ২৮ আগস্ট একযোগে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. কে এম আজহারুল হাসানের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া সব প্রার্থীকে আগামী ২০ আগস্ট থেকে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম জানাতে হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ৩৯টি পছন্দসহ একটি পছন্দক্রম এবং স্থাপত্য বিভাগের জন্য ৩টি পছন্দসহ আলাদা একটি পছন্দক্রম পূরণ করতে হবে। প্রদানকৃত তথ্য ও পছন্দক্রম ২৭ আগস্ট (দুপুর ১২টা) পর্যন্ত প্রার্থীরা পরিবর্তন করতে পারবেন।

ভর্তি কার্যক্রম চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্রে একযোগে হবে। প্রার্থী যে কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন, ওই কেন্দ্রেই উপস্থিত হয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।