Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

আমি নিশ্চিত, ঈশ্বরই সান্তোসের বিচার করবেন: রোনালদোর বোন

আমি নিশ্চিত, ঈশ্বরই সান্তোসের বিচার করবেন: রোনালদোর বোন

আমি নিশ্চিত, ঈশ্বরই সান্তোসের বিচার করবেন: রোনালদোর বোন

স্পোর্টস ডেস্ক: এক যুগের বেশি সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর, ইউরোপিয়ান গোল্ডেন ‘শু’ রয়েছে ৪টি। ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। পর্তুগালের সব সময়ের অন্যতম সেরা ফুটবলার তিনি। 

কিংবদন্তি এই ফুটবলারকে পরিচয় করাতে এত বর্ণনার প্রয়োজন নেই, তার নামই যথেষ্ট। তবে এই সেরা খেলোয়াড়কেই একাদশে রাখেননি পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। কোচের এমন আচরণে অবাক রোনালদোর বোন এলমা অ্যাভেইরো। তার দাবি, রোনালদোকে অপমান করেছে কোচ সান্তোস।

সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। ম্যাচের শুরুর একাদশে জায়গা হয়নি নিজেকে হারিয়ে খোঁজা রোনালদোর। ম্যাচের ৭৩তম মিনিটে জোয়াও ফেলিক্সের বদলি হিসেবে খেলতে নামেন তিনি।

ইনস্টাগ্রামে রোনালদোর বোন অ্যাভেইরো লিখেছেন, ‘আমি জানি না (রোনালদোকে একাদশে না রাখার কারণ)। আমি বুঝতেও পারছি না। তবে আমি নিশ্চিত, ঈশ্বরই সান্তোসের বিচার করবেন। সে ব্যর্থ হয়ে যায়নি। দেখা যাক কী হয়।’

অ্যাভেইরো লিখেছেন, ‘হ্যাঁ, রোনালদো চিরস্থায়ী নয়। রোনালদো তো সারাজীবন খেলবে না। দুর্ভাগ্যবশত (বিশ্বকাপে) এখনো সে গোল করতে পারেনি (পেনাল্টি থেকে একটি গোল পেয়েছেন রোনালদো)। সে বুড়ো হয়ে গেছে, রোনালদোকে পর্তুগালের প্রয়োজন নেই। সে কী করেছে এই পর্যন্ত, তা আমরা ভুলে গেছি। এখন তাদের রোনালদোকে প্রয়োজন নেই। এটা মনে রাখলাম এবং সময় মতো এর জবাব দেবো আমরা।’

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রোনালদোকে উঠিয়ে নেয়া হয়। এতে কোচ সান্তোসের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, সেই ঘটনা রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখার পেছনে কারণ হতে পারে। অ্যাভেইরো লিখেছেন, ‘সান্তোস, রোনালদো তোমার কাছে কেন ক্ষমা চাইবে? জাতীয় দলে অনেক অবদান রাখা একজন খেলোয়াড়কে এভাবে অপমান করা লজ্জাজনক। আমিও দেখবো ভবিষ্যতে কী হয়।’