Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

আমিরাত টি-টোয়েন্টি লিগে রাসেল, মঈন, হাসারাঙ্গা

সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের লোভনীয় প্রস্তাব হাতছাড়া না করতে বিগ ব্যাশ লিগে খেলবেন না ডেভিড ওয়ার্নার, এমন খবর প্রচার করেছিল অস্ট্রেলিয়ান মিডিয়াগুলো। এমনকি নতুন এই টুর্নামেন্টের আয়োজকরা বিগ ব্যাশ লিগে না খেলার বিনিময়ে বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল বলে খবর। তবে প্রথম দফায় প্রকাশিত ‘ডিরেক্ট অ্যাকুইজিশন’ তালিকায় অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারের নাম আসেনি। এমনকি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানেরও কোনও খেলোয়াড় নেই।

চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে বড় নাম- আন্দ্রে রাসেল, মঈন আলী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যালেক্স হেলস, শিমরন হেটমায়ার, ক্রিস জর্ডান ও মুজিব উর রহমান। টুর্নামেন্টের চেয়ারম্যান খালিদ আল জারুনি বলেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আইএল টি-টোয়েন্টির ছয় ফ্র্যাঞ্চাইজি তাদের ডিরেক্ট অ্যাকুইজিশন রাইটস প্রয়োগ করতে খেলোয়াড় ও খেলোয়াড়দের এজেন্টের সঙ্গে আলোচনা করেছিল।’

প্রথম দফায় চুক্তি করা অন্য খেলোয়াড়রা হলেন ডেভিড মালান, সুনীল নারিন, এভিন লুইস, কলিন মুনরো, ফ্যাবিয়ান অ্যালেন, স্যাম বিলিংস, টম কারান, দুষ্মন্ত চামিরা, আকিল হোসেন, টম ব্যান্টন, সন্দীপ লামিছানে, ক্রিস লিন, রভম্যান পাওয়েল ও ভানুকা রাজাপাকসা।

একই বিবৃতিতে আরও ৩৩ জন আন্তর্জাতিক ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়- শ্রীলঙ্কা থেকে লাহিরু কুমারা, সেক্কুগে প্রসন্ন, চারিথ আসালানকা, ইসুরু উদানা ও নিরোশান ডিকবেলা, ওয়েস্ট ইন্ডিজ থেকে কেনার লুইস, রবি রামপল, রেমন রেইফার, ডমিনিক ড্রেকস ও শেরফানে রাদারফোর্ড, আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই, কাইস আহমেদ, নুর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ ও নাভিন উল হক, ইংল্যান্ডের ড্যান লরেন্স, জেমি ওভারটন, লিয়াম ডউসন, রিচার্ড গ্লিসন, জেমস ভিন্স, সাকিব মাহমুদ, বেন ডাকেট ও বেনি হাওয়েল, জিম্বাবুয়েল ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা, নেদারল্যান্ডসের ব্র্যান্ডন গ্লোভার ও ফ্রেডেরিক ক্লাসেন, নামিবিয়ার ডেভিড উইয়েজ ও রুবেন ট্রাম্পেলম্যান, দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম, স্কটল্যান্ডের জর্জ মুনসি, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও যুক্তরাষ্ট্রের আলী খান।

প্রত্যেক দলের ১৮ জন খেলোয়াড়ের মধ্যে দুজন সহযোগী দেশ ও চারজন আমিরাতের হতে হবে। তবে এই প্রক্রিয়া শুরু হবে আরও কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে চুক্তি শেষে।

ছয় দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী জানুয়ারিতে। দুবাই, আবুধাবি ও শারজায় মোট ৩৪ ম্যাচ খেলা হবে।