Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম এমন ঘটনা!

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম এমন ঘটনা!

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম এমন ঘটনা!

স্পোর্টস ডেস্ক : কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটের সোনা জিতেছি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ক'রোনা পজি'টিভ হওয়ার পরও রবিবার রাতের এই ম্যাচে খেলেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা। 

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ গেমসের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ম্যাকগ্রাকে খেলিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘রবিবার মৃদু উপসর্গ দেখা দিলে ম্যাকগ্রার পরীক্ষা করা হয়, যেখানে ক'রোনা ধরা পড়ে।  তাকে শুরুর একাদশে রাখা হয়েছিল এবং আইসিসিও অংশগ্রহণের অনুমতি দিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল স্টাফ এ বিষয়ে কিছু প্রটোকল দিয়েছে যাতে অন্যদের মধ্যে ভা'ইরাস ছড়ানোর সম্ভাবনা কম থাকে। ’

ক'রোনা পজিটিভ হওয়ার পরেও আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচ খেলার প্রথম ঘটনা এটি। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় অজি দলের সঙ্গে যোগ দেননি ম্যাকগ্রা। 

আরও পড়ুন: ক্রিকেটার হওয়ার আগে যা হতে চেয়েছিলেন সিকান্দার রাজা

মুখে মাস্ক পরে একাই গ্যালারিতে বসে থাকেন। পরে খেলোয়াড়রা সবাই ডাগআউটে বসলেও ম্যাকগ্রা সেই গ্যালারিতেই বসে থাকেন। অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে অধিনায়ক ম্যাগ লেনিং রানআউট হলে উইকেটে যান ম্যাকগ্রা।

ব্যাটিংয়ে নামার সময় অবশ্য এই অলরাউন্ডার মাস্ক পরে নামেননি। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। ৪ বলে ২ রান করেই ফিরেন সাজঘরে। এরপর বল হাতে ২ ওভারে ২৪ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য।