Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে

দেশের শেয়ারবাজারে আগের কার্যদিবসের ধারাবাহিকতায় রোববার (২১ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। 

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৯ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসই শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। 

ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টি কোম্পানির। এ ছাড়া দরপতন হয়েছে ১৪৩টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। 

ডিএসইতে মোট ১ হাজার ৫৭ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ টাকা। 

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ১৮ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৯০ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করছে। 

সিএসইতে ২৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত আছে ৮৫টির। দিনশেষে সিএসইতে ২৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।