Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

অনন্ত জলিলের বিরুদ্ধে ‘দিন দ্য ডে’ সিনেমার পরিচালকের মামলার হুমকি

নায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ‘দিন দ্য ডে’ সিনেমার পরিচালক-প্রযোজক মুর্তজা আতাশ জমজম। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইনস্টাগ্রাম পোস্টে এই হুমকি দেন ইরানি এ পরিচালক। তার অভিযোগ, ‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে যে চুক্তি হয়েছিল তার কিছুই রাখেননি অনন্ত জলিল।

এ পোস্টের শুরুতে মুর্তজা আতাশ জমজম বলেন, ‘একটি কারণে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। তা হলো, ইরানি-বাংলাদেশি জনগণের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করা, বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধ সংস্কৃতি বিনিময় করা এবং একে অপরকে আরো ভালোভাবে জানা। আমি বিশ্বাস করি, একমাত্র শিল্পই সর্বজনীন ভাষা; যা দেশের সীমানা অতিক্রম করতে পারে।’

অনন্ত জলিলের সঙ্গে যে চুক্তি হয়েছিল তা রাখেননি। এ বিষয়ে মুর্তজা আতাশ জমজম বলেন, ‘ডে (দিন দ্য ডে) সিনেমা নিয়ে অনন্ত জলিলের সঙ্গে আমাদের যে পরিকল্পনা ও চুক্তি হয়েছিল তার কিছুই বাস্তবায়ন হয়নি।   চুক্তি ভঙ্গ করেছেন; দায়িত্ব-প্রতিশ্রুতি রাখেননি। তিনি তার অর্ধেক প্রযোজিত সিনেমাটি নষ্ট করেছেন। আমি সিনেমাটির প্রধান প্রযোজক ছিলাম। কিন্তু পূর্ব পরিকল্পনার বাইরে গিয়ে সিনেমাটির কাজ করেছেন তিনি।’

এ পরিস্থিতিতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন মুর্তজা আতাশ জমজম। বিষয়টি উল্লেখ করে এই নির্মাতা বলেন, ‘বাংলাদেশিদের প্রতি সম্মান রেখে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু এখন তার বিরুদ্ধে মামলা করা ছাড়া আর কোনো পথ নেই। তেহরানের আদালতে মামলা দায়ের করব। তারপর একজন আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে বাংলাদেশের আদালতে মামলা করব।’

অনন্তর সঙ্গে করা মূল চুক্তিপত্র প্রকাশ করবেন পরিচালক। তা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মূল চুক্তিপত্র ও বাজেট পরিকল্পনা প্রকাশ করব; যাতে এটি সবার কাছে স্পষ্ট হয়। কারণ, এটি সবার জানা প্রয়োজন। বিশেষ করে মিডিয়ার সত্যটা জানা দরকার। এতে করে সত্য ও মিথ্যা বেরিয়ে আসবে।’

ইরানি টিমের পারিশ্রমিকও বাকি রেখেছেন অনন্ত। বার বার চেয়েও তা পাননি। বিষয়টি জানিয়ে এই পরিচালক বলেন, ‘গত চার বছরে অনন্তকে অনেকবার বলেছি, ইরানি দলের অর্থ পরিশোধ করার জন্য। এমনকী প্রোডাকশন থেকে ইরানিয়ান টিমকে বাদ দিতেও বলেছি। কিন্তু তিনি কখনো কোনো পদক্ষেপ নেননি। এটি লজ্জাজনক! সত্য প্রকাশের জন্য এখন আইনি পথই একমাত্র ভরসা।’

গত ১০ জুলাই বাংলাদেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দিন দ্য ডে’ সিনেমা। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন অনন্ত জলিল। এতে তার বিপরীতে অভিনয় করেন বর্ষা। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে।