Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ

সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসা কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদকে নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আর সহকারী মুখপাত্র করা হয়েছে অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও ডিপার্টমেনট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এর পরিচালক সাঈদা খানমকে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ বিষয়ে অফিস আদেশ হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নতুন নিযুক্ত মুখপাত্র আবুল কালাম আজাদ।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ। সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নির্বাহী পরিচলক মো. সিরাজুল ইসলাম।

২০১৮ সালের জুলাই মাসে নিয়োগ পেয়ে চার বছরের অধিক সময় দায়িত্ব পালন করে গত চার অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক থেকে তিনি অবসরে যান। এর একদিন পরই আবুল কালাম আজাদকে নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব দিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আবুল কালাম আজাদ ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগ দেন।

এনজে