Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আবুল কালাম আজাদ

ucb stock regular

কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন জিএম আবুল কালাম আজাদ। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (এক্স-ক্যাডার পাবলিকেশন্স) ও সহকারী মুখপাত্র ছিলেন।

গত ৪ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম অবসরে যাওয়ার পর জিএম আবুল কালাম আজদকে মুখপাত্র করা হয়।

এছাড়া ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশনের পরিচালক মোঃ আনোয়ার ইসলাম ও ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশনের পরিচালক সাঈদা খানমকে সহকারী মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয়।

LankaBangla securites single page

আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি গবেষণা, মনিটরি পলিসি, গভর্নর সচিবালয় ও কমিউনিকেশন্স বিভাগে দায়িত্ব পালন করেছেন।

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গাজী পরিবার জন্ম গ্রহণ করেন তিনি। তার স্ত্রী রোকেয়া খাতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের পরিচালক হিসেবে কর্মরত। তাদের তিন সন্তান রয়েছে।

অর্থসূচক/এমএস/এএইচআর