Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বাংলাদেশে বিনিয়োগ করতে ওয়েলসের ব্যবসায়ীদের প্রতি আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ করতে ওয়েলসের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বাংলাদেশ ও ওয়েলস ব্যবসায়ী চেম্বারের বৈঠকে ডিসিসিআই সভাপতি এ আহ্বান জানিয়েছেন।

রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকা চেম্বার এবং চেম্বারস ওয়েলসের মধ্যে ‘বাংলাদেশ-ইউকে বিজনেস নেটওয়ার্কিং মিটিং’ হয়। সভায় বাংলাদেশ সফররত ৭ সদস্য বিশিষ্ট চেম্বারর্স ওয়েলসের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘বর্তমানে প্রায় ২০০টি ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে ব্যাংকিং, টেক্সটাইল, কেমিক্যাল, ওষুধ ও জ্বালানি প্রভৃতি খাতে বিনিয়োগ করেছে। গত অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৪.১১ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে বাংলাদেশ প্রায় ৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য যুক্তরাজ্যের বাজারে রপ্তানি করেছে।’

যুক্তরাজ্যের বাজার বাংলাদেশের জন্য তৃতীয় বৃহত্তম রপ্তানির গন্তব্যস্থল, উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ তৈরি পোশাক খাতের উপর নির্ভরশীল হলেও হিমায়িত খাদ্য, তথ্য-প্রযুক্তি, চামড়া ও চামড়াজাত পণ্য, বাইসাইকেল এবং পাট পণ্যের প্রচুর চাহিদা ব্রিটেনে আছে। ব্রেক্সিট এবং এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী সময়ে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের অধিকতর সম্প্রসারণের লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং কম্প্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।’

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে এ খাতে বিনিয়োগের পাশাপাশি তথ্য-প্রযুক্তি ও উদ্ভাবন খাতেও বিনিয়োগের জন্য ওয়েলসের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান ঢাকা চেম্বারের সভাপতি।   

চেম্বারস ওয়েলসের নির্বাহী চেয়ারম্যান পল স্লেভিন বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অর্থনীতিতে অনুসরণীয় উন্নতি সাধন করেছে। বিশেষ করে, অবকাঠামো খাতে বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির এই পরিবর্তনে দেশটির বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত বেশি এবং ওয়েলসের বেসরকারি খাত বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে পার্টনারশিপ সম্প্রসারণে অত্যন্ত আগ্রহী।’

পল স্লেভিন আরও বলেন, ‘তথ্য প্রযুক্তি খাত ও মানবসম্পদের দক্ষতা উন্নয়নে ব্রিটেনের সুদীর্ঘকালের অভিজ্ঞতা আছে, যা বাংলাদেশের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় কাজে লাগতে পারে।’  

সভায় ডিসিসিআই সিনিয়র সহ-সভাপতি আরমান হক, সহ-সভাপতি মনোয়ার হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।