Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বাংলাদেশি কর্মী নেবে মলদোভা

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা। প্রথম ব্যাচে ২৮ বাংলাদেশিকে মলদোভার ভিসা দেওয়া হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক খুদেবার্তায় এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মলদোভায় বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে তারা বাংলাদেশি কর্মী নিতে রাজি হয়েছে। প্রথম ব্যাচে ২৮ বাংলাদেশিকে মলদোভার ভিসা দেওয়া হয়েছে। তারা অ্যালুমিনিয়ামের জানালা তৈরির কারখানায় কাজ করবে।

তিনি আরও বলেন, এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ। তবে এবার চালু হচ্ছে। মলদোভায় যাওয়ার জন্য আরো ৪০ জনেরও বেশি কর্মী অপেক্ষায় রয়েছে।

এমকে