Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বারবার ব্যর্থ, কেএল রাহুলের বদলে আলোচনায় দুই ওপেনার

বারবার ব্যর্থ, কেএল রাহুলের বদলে আলোচনায় দুই ওপেনার

বারবার ব্যর্থ, কেএল রাহুলের বদলে আলোচনায় দুই ওপেনার

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টি-২০ সিরিজে হারিয়ে বিশ্বকাপের আগে ভালো জায়গায় টিম ইন্ডিয়া। এশিয়া কাপে হারের পর এই জয় ভারতীয় দলের মনোবল নিঃসন্দেহে বাড়িয়ে দেবে। কিন্তু এর সঙ্গে রয়েছে নানা উদ্বেগ, যা উঠে আসছে। 

এর মধ্যে একটি বড় ম্যাচে দলের সহ-অধিনায়ক কে এল রাহুলের ধারাবাহিক ব্যর্থতা। এই সিরিজ শুরুর আগেই কে এল রাহুলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। এখন যখন টিম ইন্ডিয়াকে হায়দরাবাদে সিরিজ নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হয়েছিল, তখনও কে এল রাহুলের কাছ থেকে অনেক আশা ছিল। 

তবে তিনি এখানেও ব্যর্থ হয়েছেন। খারাপ শট নির্বাচন করে সহজেই উইকেচ ছুঁড়ে দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন রাহুল। রাহুলের শেষ কয়েকটি ইনিংসের দিকে তাকালে দেখা যাবে বড় ম্যাচে তার ব্যাটে একেবারেই রান নেই। যেখানে টিম ইন্ডিয়ার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন। 

যদিও টি-২০ ইন্টারন্যাশনালের শেষ পাঁচ ইনিংসে কেএল রাহুল ২টি অর্ধশতক করেছেন, কিন্তু এই ম্যাচেও টিম ইন্ডিয়া পরাজিত হয়েছিল। যদি গুরুত্বপূর্ণ ম্যাচের কথা বলি, তাহলে হায়দ্রাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে মাত্র ১ রানে আউট হয়ে ফেরেন রাহুল। 

এর আগে, এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে রাহুল ৬ রানে আউট হয়েছিলেন। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচে কেএল রাহুল ০ এবং ২৮ রান করতে সক্ষম হয়েছিল। গত বছর টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৩ রানে আউট হয়েছিলেন রাহুল।

বারবার ব্যর্থ হওয়ায় কেএল রাহুলের বদলে আলোচনায় দুই ওপেনার। যারা শক্তিশালী পারফরম্যান্সের পরেও টিম ইন্ডিয়াতে জায়গা করে নিতে পারছেন না। পৃথ্বী শ ও শুভমান গিলের মতো ওপেনাররা আছেন যারা গত মরশুম থেকে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। তাদের নিয়েই আলোচনা শুরু হয়েছে।