Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ভারতীয় একাদশে আসতে পারে চমক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জয় নিশ্চিত হয়েছে আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই নিয়ম রক্ষার ম্যাচে ভারতের শেষ প্রতিযোগিতামূলক ২০ ওভারের ম্যাচ মঙ্গলবার (৪ অক্টোবর)। তাই কিছু পরীক্ষা সেরে নিতে চান রোহিতরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় জয় নিশ্চিত হয়েছে রোববার গুয়াহাটিতেই। তাই মঙ্গলবার (৪ অক্টোবর) ইনদওরে নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে বিরাট কোহলি এবং লোকেশ রাহুলকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত। খেলতে পারেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ।

কোহলির বদলে প্রথম একাদশে আসতে পারেন শ্রেয়স আয়ার। রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করতে পারেন ঋষভ পন্থ অথবা সূর্যকুমার যাদব। রাহুলের জায়গা অতিরিক্ত বোলার খেলানো হলে মহম্মদ সিরাজ এবং উমেশ যাদবের মধ্যে এক জন প্রথম একাদশে আসবেন। বাংলার অলরাউন্ডার শাহবাজকেও খেলানো হতে পারে রাহুলের পরিবর্ত হিসাবে। কারণ দলে আরও কোনও অতিরিক্ত ব্যাটার নেই। নিয়মরক্ষার শেষ ম্যাচে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চান রাহুল দ্রাবিড়। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মঙ্গলবারের ম্যাচই ভারতের শেষ প্রতিযোগিতামূলক ২০ ওভারের ম্যাচ।

এশিয়া কাপ থেকে কোহলি ছন্দে ফেরায় স্বস্তিতে রয়েছেন রোহিতরা। রাহুলের স্ট্রাইক রেট নিয়ে যে চিন্তা ছিল, তাও রবিবারের ম্যাচের কমেছে। দলের ব্যাটিং অর্ডারের প্রথম চার জনই ছন্দে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইতিবাচক হিসাবেই দেখা হচ্ছে। পন্থ এবং দীনেশ কার্তিককে বেশি সময় ব্যাট করতে দেওয়ার ভাবনা রয়েছে।

রোহিত-দ্রাবিড়দের ভাবাচ্ছে বোলিং। বিশেষ করে শেষ দিকের ওভারে ছন্দ হারিয়ে ফেলছেন বোলাররা। রোববারের ম্যাচেও ব্যতিক্রম হয়নি। যশপ্রীত বুমরা চোট পেয়ে ছিটকে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। চোট সারিয়ে ফেরা হর্ষল পটেলও ছন্দে নেই। আরশদীপ সিংহ শুরুর দিকে ভাল বল করলেও শেষের দিকের ওভারে অনেক সময় মার খাচ্ছেন। চাপ ধরে রাখতে পারছেন না। একই সমস্যা দীপক চাহারকে নিয়েও। সে কারণেই সিরাজ এবং উমেশের মধ্যে এক জন দেখে নেওয়ার কথা ভাবা হচ্ছে। সূত্রের খবর, প্রথম একাদশে ঢোকার ক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন সিরাজ। বয়স কম হওয়াই তাঁর পক্ষে যাচ্ছে।

সূত্র: আনন্দবাজার

এমকে