Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বিব্রতকর হারে সুইস ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাকিরি

বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো সুইজারল্যান্ডকে। পর্তুগালের কাছে মঙ্গলবার লুসাইল আইকনিক স্টেডিয়ামে হেরেছে তারা। কিন্তু হারের ব্যবধান বিব্রতকর, ৬-১ গোলে। মাথা হেট হয়ে যাওয়ার মতো ব্যবধানে হারের পর দলের তারকা মিডফিল্ডার জারদান শাকিরি সুইস ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।

গনসালো রামোসের হ্যাটট্রিক, পেপে, রাফায়েল গুয়েরেরো ও রাফায়েল লিয়াওর গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে ২০০৬ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠে পর্তুগাল। এই ম্যাচে প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখেছিলেন ফার্নান্দো সান্তোস। সিআরসেভেনকে ছাড়া দারুণ ছন্দ, মন্ত্রমুগ্ধকর পারফরম্যান্সে জিতেছে পর্তুগিজরা। গ্রুপের পর্তুগাল আর এই পর্তুগালকে যেন চেনাই যায়নি। সুইসদের পাত্তা দেয়নি তারা।

ম্যাচ শেষে শাকিরি বলেন, ‘সুইজারল্যান্ডের সব ভক্তদের কাছে আজ আমাদের ক্ষমা চাইতে হবে। আমরা খুব হতাশ। আমরা একেবারে গুটিয়ে ছিলাম। কোচ আমাদের পরিকল্পনা দিয়েছিলেন কিন্তু তা কাজ করেনি আমাদের পক্ষে। প্রথমার্ধেই আমরা হেরে গিয়েছিলাম এবং আমরা খুব দেরিতে পা ফেলছিলাম।’

সুইস কোচ মুরাট ইয়াকিন বলেন, পর্তুগাল তাদের চমকে দিয়েছে। ‘এই হার আমাদের মেনে নিতে হবে এবং পর্তুগালকে অভিনন্দন। এই ম্যাচে তারা ছিল সেরা দল। তারা আমাদের বিস্মিত করেছে। এই হার আমাদের আঘাত করেছে। গোল ও হারের ধরন আমাকে কষ্ট দিচ্ছে।’