Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

‘বিএনপি অফিসে লাঠি-ককটেলের খবরে অভিযানে যায় পুলিশ’


সময়ের কণ্ঠস্বর, ঢাকা: চাল-ডালের বস্তার মধ্যে বিএনপি কর্মীরা ককটেল নিয়ে এসেছিল বলেই পুলিশ ভারি অস্ত্র নিয়ে নিরাপত্তা বাড়িয়েছে, এমনটা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এ কথা জানান। বলেন, রাজধানীর নয়াপল্টনে আজ কোনো সমাবেশ ছাড়াই রাস্তা আটকে রেখেছিল বিএনপি নেতাকর্মীরা। তাই সংঘর্ষ বেঁধেছে। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবেই।

বিএনপির উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যান বা সেরকম বড় জায়গায় সমাবেশ করতে হবে। পূর্বাচল বা টঙ্গী ইজতেমা মাঠেও হতে পারে। তবে, কোনোভাবেই নয়াপল্টনে সমাবেশ করতে দেয়া হবে না।

এমন কি হলো? পরিস্থিতি কী খুবই খারাপ? এমন প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, আমরা শুনছি ওখানে অনেক ককটেল বিস্ফোরণ হয়েছে, বিএনপি অফিস থেকে। ওখানে চাল-ডাল, খাবার-দাবার, লাঠি, চালের বস্তার মধ্যে ককটেল অনেক কিছু জমা করা হয়েছে বলে শুনেছি। নিরাপত্তার স্বার্থে সেখানে পুলিশের শক্তি বাড়ানো হয়েছে। আপনারা বলেন, একটা অফিসিয়াল দিন। পূর্বানুমতি নিয়ে সমাবেশ করেনি! এমন দিনে রাস্তা বন্ধ করে যান চলাচল বিঘ্নিত করবে সেটা তো কাম্য নয়।