Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বিএনপির সমাবেশ ঘিরে রাজশাহীতে তিন স্তরে নিরাপত্তা

বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) আরএমপির মুখপাত্র রফিকুল আলম রাইজিংবিডকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল শনিবার রাজশাহীর মাদ্রাসা ময়দানে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি ইতিমধ্যে দেশের আটটি বিভাগীয় শহরে সমাবেশ করেছে। নবম সমাবেশটি হচ্ছে রাজশাহীতে। এই সমাবেশস্থলের চারপাশে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে নজরদারি করছে পুলিশ।

এছাড়া, রাজশাহী শহরে ঢোকার তিন দিকে ১৭টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। সমাবেশ চলাকালে বিপুল সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবে। মাঠের তথ্য বুঝতে সমাবেশস্থলে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা এবং পুলিশ সদস্যরা থাকবেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে সহিংস কিছু ঘটাতে না পারে, সে জন্য আমরা সতর্ক আছি। গোটা শহরেই নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নগর পুলিশের বিশেষ ইউনিট সিআরটি এবং বোম ডিসপোজাল টিমও মাঠে আছে।’

তিনি আরও বলেন, ‘পুরো রাজশাহী শহরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সমাবেশ থেকে কেউ যাতে কোনো ধরনের গুজব ছড়াতে না পারে, সে দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। এজন্য সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।’