Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বিশ্ব এখন মন্দার দিকে যাচ্ছে: ডব্লিউটিও

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন যে, তার বিশ্বাস একাধিক সংকটের কারণে পরিস্থিতি এখন বৈশ্বিক মন্দার দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে তিনি প্রবৃদ্ধি বাড়ানোর জন্য সরকারি নীতির আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

সংস্থাটির মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, জলবায়ু সংকট, খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি ধাক্কা এবং কোভিড-১৯ মহামারির পরবর্তী পরিস্থিতি বিশ্ব মন্দার পরিবেশ সৃষ্টি করেছে।

জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার বার্ষিক পাবলিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘এখন আমাদেরকে আসন্ন মন্দার মতো পরিস্থিতির দিকে দেখতে হবে। আমি মনে করি এটি বৈশ্বিক মন্দা। আমরা এর দিকে যাচ্ছি। কিন্তু একই সময়ে, আমাদের পুনরুদ্ধারের কথা ভাবতে হবে। আমাদের প্রবৃদ্ধি পুনরুদ্ধার করতে হবে।’

ওকোনজো-আইওয়ালা জানিয়েছেন, বাণিজ্য সূচকগুলি যখন ‘খুব ভাল দেখাচ্ছে না’ তখন বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল উভয়ই বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে।

তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা ধাক্কা আছে, আমাদের জলবায়ুর ধাক্কা আছে, আমাদের জ্বালানির ধাক্কা আছে, আমাদের খাদ্যের দামের ধাক্কা আছে এবং এগুলি একইসঙ্গে আঘাত হানছে, তাই আমরা স্বাভাবিকভাবেই ভালোভাবে কাজ করতে পারছি না।’

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা সীমিত উল্লেখ করে নাইজেরিয়ার প্রাক্তন এই অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলি কঠিন পরিস্থিতিতে রয়েছে, তাদের সামনে খুব কম বিকল্প রয়েছে।

তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির কাছে সুদের হার কঠোর করা এবং বাড়ানো ছাড়া সত্যিই খুব বেশি বিকল্প নেই- তবে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির উপর এর প্রতিক্রিয়া বেশ গুরুতর, কারণ তারাও সুদের হার বৃদ্ধিকে কঠোর করছে।’