Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বন্ধুকে জন্মদিনে সারপ্রাইজ দিতে গিয়ে লাশ হলেন তারা

রাজ্জাক, লিমন, সিপাত-।তিনজন এবার মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি সমমানের পরীক্ষার্থী ছিলেন। পড়াশোনা করছিলেন ছুফুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসায়। ৫ম শ্রেণি থেকে তারা ভালো বন্ধু।

তাদের জানাজা বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় তাদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছুপুয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ আগস্ট) সিপাতের জন্মদিন ছিল। জন্মদিনে বন্ধুকে নিয়ে সারপ্রাইজ দিতে কুমিল্লায় মিয়াবাজারে গিফট কেনার জন্য রাত ৯ টায় সিএনজিচালিত অটোরিকশায় করে রওনা হন।

মাঝপথে জেলার চৌদ্দগ্রাম উপজেলার  ছুফুয়া এলাকার নালঘর রাস্তার মাথায় গাড়িচাপায় এ তিন মেধাবী শিক্ষার্থী প্রাণ হারান। তবে চাপা দেওয়া গাড়িটির পরিচয় মেলেনি।

নিহত লিমন চৌদ্দগ্রামের ছুফুয়া গ্রামের মদিনা গাড়ির চালক আবুল হাসেমের ছেলে, রাজ্জাক বদরপুর মধ্যপাড়ার আব্দুল গফুরের ছেলে এবং সিফাত দূর্গাপুর মজুমদার বাড়ির হানিফ মিয়ার ছেলে। 

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ওসি একে এ কে এম মনজুরুল হক আকন্দ বলেন, বুধবার সাড়ে রাত ৯ টায় স্থানীয়রা ছুপুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘটনা কবলিত একটি অটোরিকশা দেখতে পায়। সেখানে অটোরিকশার তিন যাত্রী নিহত অবস্থায় পরে ছিলো। ধারণা করা হচ্ছে, কোন ভারী যানবাহন অটোরিকশাটিকে ইউটার্ন করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ওই মাদ্রাসা ছাত্ররা নিহত হয়। ঘাতক গাড়িটি পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালককেও পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাড়িতে নেওয়া হয়েছে। পরে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নামজুল নামের নিহতদের এক সহপাঠী বলেন- রাজ্জাক, লিমন, সিপাত তিনজনই মেধাবী শিক্ষার্থী ছিলো, তারা এক সাথে মাদ্রাসায় চলাফেরা করতেন। সব সময় হাসিমুখে থাকতেন। তাদের মৃত্যুর খবর শুনে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ভাই। বিদায় অনুষ্ঠানের দিন ওরা আমার সাথে এক সাথে ছবি তুলেছে। তারা নেই বিশ্বাস করতে পারতেছি না।

ছুফুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে বাড়িতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, তিনজনের জানাজা বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় তাদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছুপুয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।