Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, এ দেশ হবে অসাম্প্রদায়িক’

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা অর্জন করেছি স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল—হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই মিলে বাংলাদেশ হবে উন্নত, শান্তিময় ও সমৃদ্ধ অসাম্প্রদায়িক দেশ।’

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হাক্কানী আঞ্জুমান আয়োজিত ২৬তম বিশ্বজনীন প্রার্থনা সভায় তিনি এসব কথা বলেন।

পাটমন্ত্রী বলেন, ‘প্রকৃত ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষরা যে ধর্মেরই অনুসারী হোন না কেন, তারা সার্বজনীন, উদার ও অসাম্প্রদায়িক। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পরিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা অত্যন্ত জরুরি।’

বিশ্বজনীন প্রার্থনা সভার সফলতা কামনা করে মন্ত্রী বলেন, ‘আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে। সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। সাম্প্রদায়িক অপশক্তির কাছে আমাদের ঐতিহ্য অসাম্প্রদায়িক বাংলাদেশ কখনোই হার মানবে না।’