Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বঙ্গমাতার সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

সোমবার (৮ আগস্ট) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতারা।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, শাজাহান খান, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, মির্জা আজম, এস এম কামাল হোসেন, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ ফজিলাতুন নেছা একজন আদর্শ নারীর রোল মডেল। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের শুধু সহধর্মীনী ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের সহযোদ্ধা, সহকর্মী। সংকটে সংগ্রামে বেগম মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সবচেয়ে বিশ্বস্ত সহযোদ্ধা।

‘আজকে আমরা একটা বিষয় বলতে পারি, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে শেখ মুজিব হয়েছেন জাতির পিতা হয়েছেন তিনি। সংকটে সংগ্রামে বিশ্বস্ত সহযাত্রী হিসেবে পাশে না থাকতেন, পরিবারকে দলকে সংকটে সামাল দিতে না পারতেন তাহলে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু হওয়া জাতির পিতা হওয়া ছিল অনেক দূরে। বেগম মুজিব সংকটে সংগ্রামের পাশে ছিলেন।’