Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ১১

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এফবি নিশান নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ১১ জেলে নিখোঁজ রয়েছেন। 

মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারের মালিক নিশান জানান, গত ৫ দিন আগে মাঝিসহ ১৫ জন জেলে সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার ভোর রাতে জেলেরা সাগরের মহিপুর এলাকায় জাল ফেলে মাঝ ধরছিলেন। এসময় প্রবল ঢেউয়েরে মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে অপর একটি মাছ ধরার ট্রলার তাৎক্ষণিক চার জনকে উদ্ধার করতে পারলেও ১১ জন নিখোঁজ হন। তাদের খুঁজতে কোস্টগার্ড নৌ-পুলিশসহ বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে। 

নিখোঁজ জেলেরা হলেন, সোহেল, আলকাছ, আলতাফ, শরীফ, আফসার, লিটন, খায়ের, মো. সোহেল, শরীফ, হেলাল ও ফরহাদ। তাদের পাঁচ জনের বাড়ি হাতিয়ার বয়ারচরে এবং ছয় জন জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা। 

এ বিষয়ে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার ওবায়েদ জানান, ট্রলারডুবির ঘটনা তারা অনেক দেরিতে শুনেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি অভিযানিক দল সাগরে ছুটে যায়। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান সম্পন্ন করতে পারেনি। বিষয়টি চট্টগ্রাম, ভোলাসহ বিভিন্ন স্থানের কোস্টগার্ড ও নৌ পুলিশকে অবহিত করা হয়েছে।