Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ব্রাজিলকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় ক্যামেরুনের


স্পোর্টস আপডেট ডেস্ক: সমীকরণটা ততোক্ষণে জেনে গিয়েছিলেন ভিনসেন্ট আবুবকর। ব্রাজিলকে হারাতে পারলেও আর কাজ হচ্ছে না। কারণ একই সময়ে অপর ম্যাচে জয়ের পথে তখন সুইজারল্যান্ড। কিন্তু তাতে কী, প্রতিপক্ষ ব্রাজিল বলে কথা। তাদের বিপক্ষে গোল করতে পারলে উদযাপনটা বুনো না হয়ে পারে? জার্সি খুলেই ‘নম্বর ১০’ দেখিয়ে উদযাপন করলেন। তাতে পেতে হলো লাল কার্ড। কিন্তু তারপরও হাসিমুখেই মাঠ ছাড়েন তিনি। কারণ ততোক্ষণে ইতিহাস লিখে ফেলেছেন এ ফরোয়ার্ড।

দোহার লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলের ব্যবধানে হারায় ক্যামেরুন। প্রথম আফ্রিকান দল হিসেবে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হারায় দলটি।

শুক্রবার রাতে লুসাইলে ক্যামেরুনের বিপক্ষে শুরুর একাদশে নয়টি পরিবর্তন এনে বুড়ো দানি আলভেসের নেতৃত্বে তরুণ একটি দল মাঠে নামিয়েছিলেন তিনি। মাঠে নেমেই ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন ৩৯ বছর বয়সি আলভেস।

তবে উপলক্ষ্যটা রাঙাতে পারেননি তিনি। মার্তিনেল্লি, রদ্রিগো, আন্তনি, জেসুসরা আক্রমণের ঝড় তুলেও দলকে গোল এনে দিতে পারেননি। উলটো শেষ মুহূর্তে গোল খেয়ে আসরে প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে তিতের দল। যোগ করা সময়ে ভিনসেন্ট আবুবকরের গোলে ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে ২০ বছরের জয়খরা কাটালেও গ্রুপ পর্ব থেকে বিদায় এড়াতে পারেনি ক্যামেরুন।

তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েই বিদায় নিতে হলো আফ্রিকার অদম্য সিংহদের। তবে আফ্রিকার প্রথম দল হিসাবে বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর কীর্তিতে মাথা উঁচু করেই দেশে ফিরছে রিগোবার্ট সংয়ের দল। গোল উদযাপনের সময় জার্সি খুলে লাল কার্ড দেখলেও আবুবকরের মুখে ছিল চওড়া হাসি।

অন্য ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে জি-গ্রুপ থেকে শেষ ষোলোতে ব্রাজিলের সঙ্গী হয়েছে সুইজারল্যান্ড। দুদলের পয়েন্ট সমান ছয় হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। শেষ ষোলোতে ব্রাজিল পেয়েছে দক্ষিণ কোরিয়াকে। আর সুইজারল্যান্ডের প্রতিপক্ষ পর্তুগাল।

সার্বিয়ার বিপক্ষে ২০ মিনিটে জেরদান শাকিরির গোলে এগিয়ে যায় সুইসরা। ২৬ মিনিটে মিত্রোভিচ সমতা ফেরানোর পর ৩৫ মিনিটে ভ্লাহোভিচের গোলে উলটো লিড নেয় সার্বিয়া। বিরতির আগেই সুইসদের সমতায় ফেরান ব্রিল এমবোলো। ৪৮ মিনিটে জয়সূচক গোলটি করেন রেমো ফ্রয়লার। সুইজারল্যান্ডের জয়ে বিদায় ঘণ্টা বেজে যায় সার্বিয়া ও ক্যামেরুনের।