Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

বুমরাহর ইয়র্কার দেখে ভয়ে থরথর করে কাঁপছে পাকিস্তান!

বুমরাহর ইয়র্কার দেখে ভয়ে থরথর করে কাঁপছে পাকিস্তান!

বুমরাহর ইয়র্কার দেখে ভয়ে থরথর করে কাঁপছে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক: প্রায় দুই মাস পর জাতীয় দলে কামব্যাক করলেন জসপ্রীত বুমরাহ। চো'ট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২য় টি-২০ তে ফিরেই চমক। সবাই যখন ভাবছিলেন ২ মাস পর দলে ফিরে তিনি ম্যাচ ফিট থাকবেন কি না সেখানে তিনি দেখালেন চমক।

তার কামব্যাক ম্যাচে তিনি অ্যারন ফিঞ্চের উইকেট নেওয়ার পাশাপাশি বলের গতি দেখালেন। তিনি ইয়র্কার মেরে আউট করেছেন। জুলাই মাসের পর ম্যাচে ফিরে প্রমাণ করে দিলেন কেন তিনি এখনও বিশ্বসেরা। বুমরাহর ইয়র্কার দেখে ভয়ে থরথর করে কাঁপছে পাকিস্তান। 

যার প্রমাণ মিললো সাবেক পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়ার মন্তব্যে। ৮ ওভারের ম্যাচে ২ ওভার বল করেন বুমরাহ। দেন ২৩ রান। অ্যারন ফিঞ্চের উইকেট নেন তিনি। পিন পয়েন্ট ইয়র্কার দিয়ে তিনি ক্লিন বোল্ড করেন ফিঞ্চকে। 

তার এই ইয়র্কার দেখে আউট হওয়ার পর ফিঞ্চ প্রশংসা করেন। এরপর তিনি স্টিভ স্মিথকেও এই একই ইয়র্কার দেন। যদিও স্মিথ তার উইকেট বাঁচাতে সমর্থ হন। তবে তিনি ভারসাম্য না রাখতে পেরে পড়ে যান।

তার এই বোলিং দেখে নিজের ইউটিউব চ্যানেলে দানিশ কানেরিয়া বলেন, “জসপ্রীত বুমরাহ ট্র্যাকে ফিরে এসেছে। বিপক্ষ দলকে এবার বাড়তি সতর্কতা নিতেই হবে ওকে দেখে। ১৪০ কিলোমিটারের বেশি জোরে বল করে। তারপর ও অ্যারন ফিঞ্চকে দুর্দান্ত ইয়র্কার দিয়ে আউট করল।’’

সাবেক পাকিস্তানি স্পিনার বলেন, “চোটের পর প্রথম ম্যাচেই এইভাবে ফিরে আসা সহজ নয়। বুমরাহ চাপের মুখে দুর্দান্ত বোলিং করেছে। সে যেভাবে বল করছে তাতে মনে হয় বিশ্বকাপে ইয়র্কার দিয়ে প্রতিপক্ষের পা ভেঙে দেবে।”