Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ছাত্রলীগ কর্মীদের বহনকারী বাসে হামলা, আহত ৬

ঢাকায় কেন্দ্রীয় সম্মেলন শেষে ফিরে আসার সময় ঝালকাঠিতে ছাত্রলীগের দুটি বাসে ককটেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এতে সংগঠনটির ছয় নেতাকর্মী আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি টেম্পুস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু অভিযোগ করে বলেন, ‘দুটি বাসে আমরা ঝালকাঠি ফিরছিলাম। ব্র্যাকমোড় ব্রিজের ওপর আসলে আমাদের বাসগুলোকে লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ছয় নেতাকর্মী আহত হন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দেশব্যাপী অরাজকতা শুরু করেছে কিছু ব্যক্তি। আমাদের হত্যার উদ্দেশে বাসে ককটেল মেরেছে। আমরা আইনি ব্যবস্থা নেবো।’

ঘটনার পরপরই হামলার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে বুধবার দুপুর দেড় টা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘ছাত্রলীগের বাসে ককটেল সাদৃশ্যের বস্তু  নিক্ষেপ করা হয়েছে বলে শুনেছি। আমরা কিছু আলামত জব্দ করেছি। পরীক্ষা-নিরীক্ষার পরে বোঝা যাবে আসলে কোনো জাতীয় বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছিল। এখন পর্যন্ত এঘটনায় কোনো মামলা হয়নি।