Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদলের সমাবেশ বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সামনে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় এই সমাবেশ করবে ছাত্রদল।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। স্যার এ এফ রহমান হলের সামনে হামলার ঘটনা ঘটে। উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য বিকেল সোয়া ৪টায় নীলক্ষেত এলাকায় মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে ঢাবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাসে ঢুকতে গেলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে মুখোমুখি হন ছাত্রলীগ স্যার এ এফ রহমান হলের নেতাকর্মীরা। একপর্যায়ে হল সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনের নেতৃত্বে কাঠ, রড, স্টাম্প দিয়ে হামলা করে ছাত্রদল নেতাকর্মীকে আহত করা হয়। এ হামলায় ঢাবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাবি শাখা সভাপতি খোরশেদ আলম সোহেল। 

তিনি বলেন, আমরা ১৫-২০ জন ছিলাম। সবার ওপর হামলা করা হয়েছে, সবাই আহত হয়েছি।